নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, দত্তপুকুর, উত্তর চব্বিশ পরগণা-: সাধ অনেক, কিন্তু সাধ্য সীমিত। সেই সীমিত সামর্থ্যকে পাথেয় করে গত ছ’বছর ধরে নিজেদের নামের প্রতি সম্মান বজায় রেখে মানবিকতার পরিচয় দিয়ে চলেছে উত্তর চব্বিশ পরগণার ‘মানবিক’ এর সদস্যরা।
বিগত বছরের মতো এ বছরও গত ২৫ শে ডিসেম্বর ‘মানবিক’ এর উদ্যোগে দত্তপুকুর আমন্ত্রণ মোড়ে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। বারাসাত জেলা হাসপাতালের সহযোগিতায় ‘স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল’ এর শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে ৩২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে শংসাপত্র গাছের চারা তুলে দেওয়া হয়।
শিবিরটি পরিচালনা করার জন্য ‘মানবিক’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্থ, প্রিয়া,পিন্টু, সুব্রত, টিঙ্কু, মিতু, কৌশিক, হৃদয়, শান্তা, রিঙ্কু, সায়েরি, স্মৃতি, শুক্লা, দীপালি, সুনীতি, বরেন্দ্র, সুস্মিতা, স্নেহা, অদিতি প্রমুখ।
রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‘মানবিক’ এর অন্যতম সদস্যা অদিতি গায়েন বললেন, আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে গত চারবছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছি। সহৃদয় মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।