eaibanglai
Homeএই বাংলায়বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দুর্গাপুরের এসবিএসটিসি কার্যালয়ে রিলে অবস্থান

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দুর্গাপুরের এসবিএসটিসি কার্যালয়ে রিলে অবস্থান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অস্থায়ী কর্মীদের ন্যায্য় অধিকার ও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং এসবিএসটিসি কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের তরফে দুর্গাপুরের দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ে শুরু হল রিলে অবস্থান।

বিক্ষোভকারীদের অভিযোগ,সরকারি চুক্তি ভিত্তিক চালকদের বেতন বৃদ্ধি হয়ে ২৫হাজার টাকা হলেও এজেন্সির মাধ্যমে নিযুক্ত চালকরা পান মাত্র ১৬ হাজার টাকা। অথচ তাদের একই দায়িত্ব পালন করতে হয়। শুধু চালকরাই নন, কন্ডাক্টর অফিস কর্মী সহ অন্যান্য অস্থায়ী কর্মীরাও এই বেতন বৈশম্যের শিকার।

তাদের মূল দাবি গুলির মধ্যে রয়েছে, ওভার টাইমের যথাযথ মজুরি প্রদান, পিএফ ও ইএসআই সময়মতো দেওয়া, মাসে ২৬ দিনের মজুরি নিশ্চিৎ করা।

এদিন, কার্যালয়ের বাইরে শ্রমিক সংগঠনের অফিস থেকে প্যাক্লার্ড হাতে মিছিল করে এসবিএসটিসির প্রশাসনিক প্রধান কার্যালয় ভেতরে প্রবেশ করেন বিক্ষুব্ধ অস্থায়ী কর্মীরা। সেখানে শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করে ধর্না মঞ্চে বসেন নেতৃত্ব সহ সংগঠনের কর্মী সমর্থকেরা এবং কর্তৃপক্ষ বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।

আইএনটিটিইউসির তরফে জানানো হয় নিগমের বোর্ড মিটিয়ে এই বিষয়গুলি গুরুত্ব সহকারে তুলতে হবে। পরিবহণ দফতরের কর্মীরাও সেখানে উপস্থিত থাকবেন। সেখানে আলোচনার মাধ্য়মে সমাধানের পথ খুলতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments