eaibanglai
Homeএই বাংলায়শহীদ দিবসে 'সত্যাগ্রহ অনশন' কর্মসূচি কংগ্রেসের

শহীদ দিবসে ‘সত্যাগ্রহ অনশন’ কর্মসূচি কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ জাতির জনক মহাত্মা গান্ধীর তম ৭৮তম প্রয়াণ দিবস। যা দেশ জুড়ে ‘শহীদ দিবস’ হিসেবে পালিত হয়। এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র নেতারা দিল্লির রাজঘাটে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এদিন তাঁর শান্তি ও অহিংসার বার্তাকে স্মরণ করা হয়।

সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও স্থানীয় কংগ্রেসের নেতৃত্বে পালন করা হয় দিনটি। এদিন গান্ধী মেমোরিয়াল কমিটির তরফে গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুদেব রায়,জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদার, দুর্গাপুর ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি রবীন গাঙ্গুলি, নির্মল নিয়োগী সহ একাধিক স্থানীয় নেতৃত্ব।

অন্যদিকে কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েত অফিসের সামনে একটি সত্যাগ্রহ অনশন মঞ্চের আয়োজন করা হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি মনরেগা প্রকল্পকে বিকৃত করা এবং বন্ধ করার চক্রান্তের বিরোধিতায় এবং দেশজুড়ে এসআইআর-এর নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত এবং হয়রানির প্রতিবাদে তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক ধর্মনিরপেক্ষ শক্তিশালী দেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্মরণের পাশাপাশি তাঁর অহিংসা ও শান্তির বার্তা তুলে ধরা হয়।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, দুর্গাপুর ১নং ব্লক সভাপতি রবিন গাঙ্গুলি, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদার ও দেবাশীষ বিশ্বাস, বুদবুদ ব্লক সভাপতি জয়গোপাল দে,কাঁকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব ব্যানার্জি, জেলা সভানেত্রী মেঘনা মান্না, সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর গোপা মুখার্জি, কাঁকসা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা, সহ সভাপতি কাজি হেদায়েতুল বারি এবং দুর্গাপুরের লড়াকু নেতা বরুণ দাস, অশোক মুখার্জি, প্রশান্তবাবু ও দুর্গাপুর সাব-ডিভিশনের যুব নেতা সুকোমল, কাঁকসা ব্লক কংগ্রেসের নেতৃত্ব সৈয়দ জাহাঙ্গীর, সুকুমার ব্যানার্জী, ব্লক কংগ্রেসের যুব সভাপতি শেখ বাবুল, মহিলানেত্রী কবিতা ধীবর, কাঁকসা অঞ্চল সভাপতি শঙ্কর সৌ এবং ত্রিলোকচন্দ্রপুর অঞ্চল সভাপতি সফিকুল রহমান এবং জেলা ও ব্লকের সক্রিয় সম্মাননীয় নেতৃত্ববৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments