eaibanglai
Homeএই বাংলায়"ভুলভুলাইয়া" থিমে বাজিমাত করতে চলেছে দুর্গাপুরের শ্যামা পূজা কমিটি

“ভুলভুলাইয়া” থিমে বাজিমাত করতে চলেছে দুর্গাপুরের শ্যামা পূজা কমিটি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সবে শেষ হয়েছে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো। তবে উৎসবের মরশুম চলছেই। কয়েক দিন বাদেই শ্যামাপুজো। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে। বিভিন্ন ক্লাব ও সংগঠনের উদ্যোগে জোর কদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ। নানান থিমের সেজে উঠছে পুজোর প্যাণ্ডেল। তার মধ্যে “ভুলভুলাইয়া” থিমে বাজি মাত করতে চলেছে দুর্গাপুরের নয় নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোডে অবস্থিত ইয়াংস্ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অ- আ- ক- খ শ্যামা পূজা কমিটি।

এবার ৪৯ তম বর্ষে পা দিল ইয়াংস্ স্পোর্টিং ক্লাবের পুজো। বৃহস্পতিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল শ্যামাপুজোর প্রস্তুতি। প্রতিবছরই থিমের নতুনত্বে চমক দেয় অ- আ- ক- খ শ্যামা পূজা কমিটি। গত বছরের “মেন্টাল হসপিটাল” থিম দুর্গাপুরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন মণ্ডপে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এ বছর ক্লাব কর্তৃপক্ষ এনেছেন আরও চমকপ্রদ থিম “ভুলভুলাইয়া”। বাজেট আনুমানিক ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

এই অভিনব থিম নিয়ে পুজো কমিটির উদ্যোক্তা পুলক কর্মকার জানান, এবারের মণ্ডপ হবে রহস্য ও রোমাঞ্চে ভরপুর। যেখানে দর্শকরা অনুভব করবেন এক নতুন রোমহর্ষক অভিজ্ঞতা। থিমের পাশাপাশি সমগ্র এলাকা আলোর রোশনাই ও দৃষ্টিনন্দন সাজসজ্জায় ভরিয়ে তোলা হবে।

তবে শুধু পুজো নয়, প্রতি বছরের মতো এবারও পুজো কমিটির তরফে আয়োজন করা হবে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান। যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments