eaibanglai
Homeএই বাংলায়দশমীতে বিদায়ের সুর আর মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা

দশমীতে বিদায়ের সুর আর মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুজো শেষে মা দুর্গার বিদায়ের পালা। বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর। আর তার সঙ্গে চিরা চরিত প্রথা অনুযায়ী চলছে মহিলাদের সিঁদুর খেলা। মহিলারা কপালে ও গালে সিঁদুর মাখিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান। নারীরা বিশ্বাস করেন, এই সিঁদুর খেলা দেবী দুর্গার আশীর্বাদস্বরূপ।

সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়েও চলছে মাকে বিদায়ের পালা। আর তার সঙ্গে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা। দুর্গাপুর ইস্পাত নগরীর বেলতলা কালীবাড়ি দুর্গা মন্দিরের সিঁদুর খেলায় মাতলেন এলাকার মহিলারা। সঙ্গে চলল নৃত্য ও ধুনুচি নাচ।

সিঁদুর খেলতে আসা গৃহবধূ দেবস্মিতা ব্যানার্জি জনান, “মায়ের কাছে চাইলাম সবাই যেন ভালো থাকে। প্রতি বছর যেন এইভাবে মায়ের পুজোয় সবাই মিলে আনন্দ করতে পারি। আর সবাই সুস্থ থাকুক।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments