নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- প্রতিবছরই বিভিন্ন সেবামূলক সামাজিক কাজের মধ্যে দিয়ে কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড তাদের সংস্থার চেয়ারম্যান মুফতরাজ পি. মুনতের জন্মদিবস পালন করে থাকে দেশের বিভিন্ন ডিভিশনে। এবার তাঁর ৮১ তম জন্মদিবস উপলক্ষে ৯ অক্টবর সারা দেশের বিভিন্ন ডিভিশনে ৫০০০ রক্তদান শিবির ও দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র প্রদান ও শিশুদের খেলনা প্রদান, বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছিল।
দুর্গাপুর ডিভিশনে পক্ষ থেকে ৫ম বর্ষ স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এছাড়াও ছিল দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র প্রদান ও শিশুদের খেলনা ও শিক্ষার উপকরণ প্রদান কর্মসূচী। এই পুরো কর্মসূচিটি অনুষ্ঠিত হয় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাইট অফিসে।
রক্তদান শিবিরে একজন মহিলা সহ ৩১জন কর্মী রক্তদান করেন। তাঁদের মধ্যে ছিলেন সংস্থার দুর্গাপুর ডিভিশনের সিনিয়র ম্যানেজার সঞ্জীব রায়, সেফটি অফিসার নবীন নায়ক সহ সংস্থার একাধিক আধিকারিকবৃন্দ। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহায়তায় শিবির সংগঠিত হয়। রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের ব্লাড সেন্টার।
শিবিরে সংস্থার সিনিয়র ম্যানেজার সঞ্জীব রায় ও নবীন নায়েক সকল উপস্থিত মেডিকেল টিম ও সমস্ত অতিথিবর্গকে অভিনন্দন জানান এবং রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথী বর্গ। উদ্যোক্তাদের হাতে উদ্যোক্তা শংসাপত্র তুলে দেন কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত সহ-সভাপতি পার্থপ্রতিম গুপ্ত, সাধারণ সম্পাদক সজল বোস, যুগ্ম সম্পাদক অঙ্কন দত্ত ও সূর্যকান্ত ঘোষ। শিবিরে উপস্থিত সকল রক্তদাতা মেডিকেল টিম ও উদ্যোক্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক অঙ্কন দত্ত।
কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস বলেন,”শারদীয়া উৎসবের পর সরকারী ব্লাড ব্যাঙ্ক যাতে শূন্য না হয়, একটিও প্রাণ যাতে রক্তের অভাবে না ঝড়ে পড়ে তার আপ্রাণ চেষ্টা চলছে গত এক মাস ধরে। সেই প্রচেষ্টায় সকলকে অংশগ্রহণ করতে আহ্বান জানান তিনি।” তাঁর আহ্বানে সাড়া দিয়ে আগামী দিনে সহকর্মীদের সঙ্গে নিয়ে রক্তদান শিবির করার ভাবনা জারি রাখার অঙ্গীকার করেন উদ্যোক্তারা।





