নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নতুন বছরে রাজ্য় সরকারের উদ্যোগে ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা কর্তৃক আয়োজিত হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা – ২০২৬।
আগামী ৩০ শে ডিসেম্বর দুর্গাপুর হাট প্রাঙ্গণে হবে মেলার শুভ উদ্বোধন। মেলা চলবে ৮ ই জানুয়ারী, ২০২৬ পর্যন্ত। মেলার সময়কাল দুপুর ১১ টা থেকে রাত্রি ৮-৩০ পর্যন্ত। এই মেলায় স্বনির্ভর দলের সদস্য ও সদস্যাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শন ও বিক্রয় হবে। এছাড়াও ৩১শে ডিসেম্বর থেকে প্রতিদিন দুর্গাপুর হাটের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে নানা রকম প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি নামী জনপ্রিয় বাঙালি সঙ্গীত শিল্পীরাও অনুষ্ঠান পরিবেশ করবেন। আট দিন ধরে চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শোভন গাঙ্গুলী, লোপামুদ্রা মিত্র, ঋষি পাণ্ডা, সৌরেন্দ্র সৌম্যজিৎ, শুভশ্রী দেবনাথ, মৈনাকের দলবল, রথীন কিস্কু, বাংলা ব্যান্ড ভূমি, সুজয় ভৌমিক, পূর্ণিমা মাণ্ডির মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
৩১ ডিসেম্বর থেকে প্রতিদিন বিকাল তিনটা থেকে স্থানীয় শিল্পীরা এবং সন্ধ্যা ছটায় অতিথি শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও প্রতিদিন সকাল ১১ টা থেকে আয়োজিত হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। যেমন আন্তঃস্কুল ও আন্তঃকলেজ ব্যান্ড প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন, আবৃত্তি ও সংঙ্গীত প্রতিযোগিতা সহ প্রতিযোগিতার ব্যবস্থা। এর পাশাপাশি মেলার শেষ দিনে স্বনির্ভর দলের সদস্যদের জন্য থাকছে হাড়িভাঙা, শঙ্খবাদন, মিউজিকাল চেয়ার ইত্যাদি প্রতিযোগিতা।
নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করা যাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের লিঙ্ক –
https://forms.gle/WU4xx8Fuue3Sqh7c7
এছাড়া মেলাতে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ বিষয়ে জানতে নিম্নলিখিত হোয়াটসঅ্যাপ মেসেজ করা যাবে–
৯৪৩৪০৫০৩৫০ / ৭৪৭৭৭৯৮১১৪


















