eaibanglai
Homeএই বাংলায়সৃষ্টিশ্রী মেলার মালঞ্চে এবার সাত জেলার মেলবন্ধন

সৃষ্টিশ্রী মেলার মালঞ্চে এবার সাত জেলার মেলবন্ধন

মনোজ সিংহ, দুর্গাপুরঃ– রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াস ও অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হস্তশিল্পীদের নতুন দিশা দেখাচ্ছে সৃষ্টিশ্রী মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাছাই করা হস্তশিল্পের সম্ভার নিয়ে গত বছর দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের দুর্গাপুর হাটে শুরু হয় প্রথমবারের জন্য সৃষ্টিশ্রী মেলা। গতবারের ওই মেলাতে ক্রেতাদের অভূতপূর্ব সাড়া পেয়ে ও অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবার দ্বিতীয় বর্ষেও সিটি সেন্টার সংলগ্ন দুর্গাপুর হাটে আয়োজন করেছে সৃষ্টিশ্রী মেলার। শুক্রবার ওস্তাদ বিক্রম ঘোষের তবলা লহরা সহ তাঁর সম্প্রদায়ের অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হবে এই মেলার।

১৭ই জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে ২৩ শে জানুয়ারি পর্যন্ত। সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে এই মেলার প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন উদ্যোক্তা কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য, ও অন্যান্য আধিকারিকগণ ।

শুক্রবার দুপুর তিনটের সময় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের দুর্গাপুর হাটে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সৃষ্টিশ্রী মেলার দ্বিতীয় বছরের শুভ উদ্বোধন হতে চলেছে। এবার রাজ্যের সাতটি জেলা থেকে মহিলা শিল্পীরা তাদের হস্তশিল্পের সম্ভার নিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের কাছে উপস্থিত হবেন। গতবারের মেলাতে পুরুলিয়ার মুখোশ ও মুর্শিদাবাদের সিল্কের শাড়ির ব্যাপক চাহিদা ছিল ক্রেতাদের মধ্যে। তাই এবার মেলাতে পুরুলিয়া থেকে আগত হস্তশিল্পীরা মুখোশ ও মুর্শিদাবাদ থেকে আগত হস্তশিল্পীরা সিল্কের শাড়ি সহ বিভিন্ন সামগ্রীর সম্ভার নিয়ে হাজির হচ্ছেন।

আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য জানান এই মেলার ৯২ টি স্টল রাখা হয়েছে। যেখানে রাজ্যের সাতটি জেলা থেকে আগত মহিলা হস্তশিল্পীরা তাঁদের শিল্প সামগ্রী বিপণন করবেন। গত বছর এই মেলাতে ১ কোটি ৬২ লক্ষ টাকার বিকিকিনি হয়েছিল। এ বছরের সেই লক্ষ্যমাত্রা তিন কোটি টাকা ধার্য করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। এছাড়াও এই মেলায় আগত মানুষজনের মনোরঞ্জনের জন্য রোজ নামিদামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কে নেই সেই তালিকায়! অন্য়না চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়,অন্বেষা দত্তগুপ্ত, রুপঙ্কর, অনিন্দ্য-পটা, ফকিরা, তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস সহ একাধিক শিল্পী।

দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় এদিন জানান সৃষ্টিশ্রী মেলাকে দুর্গাপুর শিল্পাঞ্চলের বাসিন্দাদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে এবার বিশেষ বিশেষ কয়েকটি ব্যবস্থা করা হয়েছে এবং সেই উদ্দেশ্যে জোর প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি মেলা প্রাঙ্গনে রাখা হয়েছে দুই চাকা ও চার চাকা গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। মেলায় আগত দর্শনার্থীদের কাছ থেকে যাতে কোনরকম পার্কিং ফি নেওয়া না হয় এবং মেলায় আগত মানুষজন যাতে সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারেন সে বিষয়ে রাজ্য পুলিশের এসিপি পদমর্যাদার আধিকারিকদে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এছাড়া এবার সৃষ্টিশ্রী মেলাতে প্রবেশ করতে দর্শকদের কোন মূল্য দিতে হবে না। শুধু তাই নয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের উদ্যোগে একাধিক বাস চালানো হবে শিল্পাঞ্চল জুড়ে, যাতে মানুষ সহজেই সৃষ্টি স্ত্রী মেলা প্রাঙ্গণে পৌঁছতে পারেন।

ইতিমধ্যেই এই মেলাকে ঘিরে দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের দুর্গাপুর হাট চত্বর রঙ-বেরঙের আলোর সাজে, সেজে উঠেছে। এই সৃষ্টিশ্রী মেলাকে সফল করতে সর্ব স্তরের মানুষজনকে আহ্বান জানিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে সরস ও সৃষ্টিশ্রী মেলা ব্যাপক সারা ফেলেছে। এমনকি এসব মেলায় বিভিন্ন জেলার মহিলা হস্তশিল্পী ও কারিগরদের শিল্প সামগ্রী বিপণনেও ব্যাপক প্রসার ঘটেছে। রাজ্যের বিভিন্না প্রান্তের প্রান্তিক মহিলা ও শিল্পী কারিগরদের আর্থ সামাজিক উন্নয়নের জন্যই এই মেলার আয়োজন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments