নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নবম-দশমে নিয়োগের পরীক্ষা শুরু হল। পরীক্ষা দেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন ভিন্রাজ্যের প্রায় ৩১ হাজার জনও।
দুর্গাপুরে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হল এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা। শহরের সাতটি স্থানে এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার সেন্টার পড়েছিল। সকাল থেকেই দুর্গাপুরের মহিলা কলেজ, সরকারি কলেজ, মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ, বিধাননগর স্কুল, বিবেকানন্দ স্কুল, সাগরভাঙ্গা স্কুল ইত্যাদি স্থানে পরীক্ষার্থীদের ভিড় নজরে আসে। সব জায়গাতেই ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা । এসএসসির নির্দেশিকা অনুসারে, গেটে পরীক্ষার্থীরা গলায় বা কানে বা নাকে পরা সোনা বা অন্যান্য জিনিসপত্র খুলে ভেতরে প্রবেশ করেন। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়। দেড়টায় পরীক্ষা শেষ হয়। বিশেষ ভাবে সক্ষমদের জন্য ছিল আধ ঘণ্টা বেশি সময়। পরীক্ষা শেষ হওয়ার পর কোনও গোলযোগের খবর নেই। পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরাও। তাঁদের অধিকাংশই পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে জানিয়েছেন, প্রশ্নপত্র ভাল হয়েছিল।
প্রসঙ্গত ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের প্যানেল বাতিল হয়ে যায় এবং তাতে চাকরি খোয়ান প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। শীর্ষ আদালতেরই নির্দেশে সেই পরীক্ষাই আবার নতুন করে হচ্ছে। রবিবার পরীক্ষা হল নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের । পরের রবিবার, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশে নিয়োগের পরীক্ষা। এসএসসি আগেই জানিয়েছিল, ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের প্রায় সকলেই আবার আবেদন করেছেন। গত বারের চেয়ে এ বার পরীক্ষার্থীর সংখ্যা অন্তত আড়াই লক্ষ বেশি।