eaibanglai
Homeএই বাংলায়টিএমসিপি-র সভায় যোগ দিতে কলকাতায় পাড়ি

টিএমসিপি-র সভায় যোগ দিতে কলকাতায় পাড়ি

সংবাদদাতা, দুর্গাপুর:– আজ ২৮ অগস্ট। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-র প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে এদিন কলকাতায় মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিশাল সভা রয়েছে শাসকদলের ছাত্রশাখার। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুর থেকেও বহু ছাত্র-ছাত্রী এই সমাবেশে যোগ দিতে এদিন সকাল সকাল রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। ফলে এদিন সকালে দুর্গাপুর স্টেশনে চোখে পড়ে কলকাতায় সভায় যোগ দিতে যাওয়া ছাত্র ছাত্রীদের ভিড়। কাছ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা ও তাঁদের বক্তব্য শোনার জন্য এদিন পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এদিন মেয়ো রোডের সভায় সংগঠনের আগামী প্রজন্মের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments