eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য স্তরের টোবিল টেনিস প্রতিযোগিতা

দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য স্তরের টোবিল টেনিস প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শিল্পশহর দুর্গাপুর বরাবর পরিচিত তার শিল্প সংস্কৃতি ও খেলাধুলার সুস্থ পরিবেশের জন্য। বছরভর একদিকে যেমন নানা সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয় অন্যদিকে তেমনি চলতে থাকে নানা খেলাধুলার প্রতিযোগিতা। জাতীয় ও রাজ্য স্তরের খোলাধুলারও আয়োজন হয় এই শহরে। এবার শহরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য স্তরের টোবিল টেনিস প্রতিযোগিতা।

পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক টেবিল টেনিস অ্যাসোসিয়েশন উদ্যোগে ও বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় শহর দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য স্তরের টোবিল টেনিস প্রতিযোগিতা “কাশীমবাজার টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ-২০২৫।” পাঁচ দিবসীয় এই টোবিল টেনিস প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সিটি সেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে। প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৭ তারিখ চলবে ৩১ তারিখ পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত থাকবেন দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, জেলাশসক এস পোন্নামবলম, দুর্গাপুরের মহাকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি, বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শর্মী সেনগুপ্ত সহ বিশিষ্ট জনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments