নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে দুর্গাপুরের সরকারি আবাসনের পুলিশের বাড়িতে চুরি। ঘটনায় একদিকে যেমন আতঙ্ক ছড়িয়ে অন্যদিকে শহরের নিরাপত্তার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় সিটিসেন্টারের সরকারি আবাসনের ডি-৬ কোর্য়ারটারে স্ত্রী ও পুত্রকে নিয়ে থাকেন পুরুলিয়ার এএসআই সঞ্জয় আকুলির স্ত্রী সাথী আকুলি। অন্যান্য দিনের মতোই এদিন সাড়ে ১১টা নাগাদ বাড়ির দরজায় তালা দিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন সাথীদেবী। ১২ টা নাগাদ বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। বাড়ির ভিতরে আলমারী তছনছ অবস্থায় রয়েছে। খোয়া গেছে ১৫ হাজার টাকা সহ সোনা রূপোর বেশ কিছু গয়না।
খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। ঘটনা স্থল পরিদর্শন করেন এসিপি (দুর্গাপুর) সুবীর রায়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অন্যিদকে বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন যদি এভাবে দিনে দুপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে তাহলে অন্য আবাসিকদের নিরাপত্তা কোথায়?