নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সব তালা ভেঙে মন্দিরে ঢুকলেও কিছুই চুরি করে নিয়ে যেতে পারল না চোরের দল। ঘটনা দুর্গাপুরের এমএএমসিতে কালী মন্দিরের। চোরেদের কীর্তি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
জানা গেছে এর আগে চলতি মাসের দু’তারিখে দুষ্কৃতীরা এই মন্দিরের তালা ভেঙে চুরির চেষ্টা করেছিল। কিন্তু কিছুই নিয়ে যেতে পারিনি। শনিবার রাতে ফের মন্দিরের ৫ টি তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এদিনও কিছু নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা।
মন্দিরের পুরোহিত জগন্নাথ পাঠক এদিন বলেন, “বার বার চুরির চেষ্টার ঘটনা চিন্তা বাড়ছে। দু তারিখ রাতে তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছিল। ক্যাশ বাক্স থেকে টাকা বের করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ কোন তৎপরতা করেনি। সেই জন্য দুষ্কৃতীরা সুযোগ বুঝে শনিবার রাতে ফের চুরির চেষ্টা করে। মন্দিরের পাঁচটি তালা ভেঙে ভিতরে ঢুকেছিল। কিন্তু কিছু নিয়ে যেতে পারেনি।”
এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও তদন্ত চলছে বলে জানায়। অন্যদিকে স্থানীয়রা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানিয়েছে।

















