নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “বাংলার মানুষের চাকরি খেয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে দেবে।” এসএসসি দুর্নীতি মামলায় বাংলার শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারানোর প্রসঙ্গে বিরোধী বিজেপি ও সিপিএম’কে হুঁশিয়ারি তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর।
প্রসঙ্গত বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন। এমনই অভিযোগ তুলে ও তার প্রতিবাদে শুক্রবার শহরে ধিক্কার মিছিল করে পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেস ও পশ্চিম বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলটি দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়াম থেকে শুরু হয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিটিসেন্টারের অফিসে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ববৃন্দ।
এদিন নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “সারা বাংলা জুড়ে নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্রের শিকার ২৬০০০ শিক্ষক শিক্ষিকা। তাঁদের সমর্থনে সারা বাংলার ছাত্র ও যুবরা রাস্তায় নেমেছেন। আমাদের লক্ষ্য সেইসব ভাই-বোনদের মুখে হাসি ফোটানো, তাঁদের জন্য লড়াই করা, তাঁদের জন্যই আজ এই মিছিল। বিরোধীদের চক্রান্তকে ভয় করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায় দেখিয়েছেন উন্নয়ন কাকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন চাকরিহারা ভাইবোনেদের মুখে হাসি ফোটাবার। তাই যদি কেউ ভেবে থাকে বাংলার মানুষের চাকরি খেয়ে ক্ষমতা দখল করা যাবে, তাদের বলি বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে দেবে।”





