নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– স্থানীয়দের কাজের দাবিতে দুর্গাপুরের সগরভাঙার এক বেসরকারি কারখানায় তৃণমূল শ্রমিক নেতাকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন দলেরই কর্মীরা।
প্রসঙ্গত গত শনিবার তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সগড়ভাঙার ওই বেসরকারি কারখানায় ইউনিয়নের নতুন কমিটির তালিকা জমা করে দিয়ে যান কর্তৃপক্ষর কাছে। সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে স্থানীয়দের কাজ দেওয়ার দাবি জানান। এদিন বিক্ষোভরত তৃণমূল কর্মীরা জানান, তাঁরা শ্রমিক নেতাকে জানিয়েছিলেন বহিরাগতরা কাজ করুক কিন্তু স্থানীয়রাও যেন কাজ পান। এতে সম্মতিও প্রকাশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযোগ দিন দুই যেতে না যেতেই সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে বহিরাগতদের কাজ দেওয়া হয়। সোমবার বহিরাগত পাঁচ শ্রমিক কারখানায় ঢুকতে গেলে তাঁদের আটকে দেন স্থানীয় তৃণমূল কর্মীরা, আটকে রেখে দেওয়া হয় ঠিকাদারকেও। অন্যদিকে আন্দোলনরত তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়ে কারখানার গেট ছেড়ে চলে যান তৃণমূল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি শেখ রমজান।
এদিন কারখানার গেটে তুমুল বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিক্ষোভরত তৃণমূল কর্মীরা দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বিক্ষোভরত তৃণমূল কর্মীদের অভিযোগ এক আধ বছর নয়, টানা বারো বছর ধরে দলের নেতাদের একাংশের মিথ্যে প্রতিশ্রুতির শিকার তাঁরা। তৃণমূলের ঝান্ডা ধরে পথে নেমেছেন, মিটিং মিছিল করেছেন কিন্তু কাজের বেলায় বহিরাগতরা কাজ পাচ্ছে আর স্থানীয়রা বঞ্চিত হচ্ছে। অথচ প্রতিশ্রুতি ছিল, স্থানীয়রা অগ্রাধিকার পাবেন।
এদিন বিক্ষোভরত তৃণমূল কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন যতক্ষণ না তাঁদের দাবি মিটছে, তাঁদের কাজ মিলছে, ততক্ষণ তারা আন্দোলন জারি রাখবেন।





