eaibanglai
Homeএই বাংলায়অন্ডাল বিমানবন্দর থেকে শুরু হচ্ছে বারাণসী বিমান পরিষেবা

অন্ডাল বিমানবন্দর থেকে শুরু হচ্ছে বারাণসী বিমান পরিষেবা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চলতি মাসের শেষের থেকেই অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে চালু হতে চলেছে বারাণসী বিমান পরিষেবা। অন্ডাল বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল জানান, আগামী ২৮ অক্টোবর থেকে এই পরিষেবা চালু হবে। আপাতত সপ্তাহে তিনদিন (মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) এই রুটে বিমান চালাবে ইন্ডিগো। দুর্গাপুর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে দুপুর তিনটের সময়ে বারাণসী পৌঁছবে ফ্লাইট। আবার ৩টে ২৫ মিনিটে বারাণসী থেকে ছেড়ে বিকেল ৫টার সময় দুর্গাপুরে ফিরবে ফ্লাইট।

প্রসঙ্গত গত অগস্ট মাসে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস এবং বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল। বৈঠকে বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এবং আরও একাধিক রুটে ফ্লাইট পরিষেবা চালু করার ব্যাপারে আলোচনা হয়। তখনই নির্ধারিত হয়েছিল, অক্টোবর মাস থেকেই দুর্গাপুর- বারাণসী ফ্লাইট পরিষেবা চালু করা হবে। পরবর্তীকালে লখনউ, জয়পুরে সরাসরি ফ্লাইট চালু করার ব্যাপারেও ভাবনা-চিন্তা রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ভূবনেশ্বর, বাগাডোগরা ও গুয়াহাটি রুটে নিয়মিত ফ্লাইট পরিষেবা চালু রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments