eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে যুবকের রহস্য মৃত্য়ু, প্রেমিকার বাড়িতে ভাঙচুর

দুর্গাপুরে যুবকের রহস্য মৃত্য়ু, প্রেমিকার বাড়িতে ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। অভিযোগ প্রেমিকা ফোন করে ওই যুবককে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এলাকার এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। প্রেমিকার বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামামো হয় বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স।

জানা গেছে মৃত যুবকের নাম ভৈরব ক্ষেত্রপাল(২৩)।দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি এলাকার বাসিন্দা। ভৈরবের দিদি রিমা বার্নওয়াল জানান অমরাবতীর ডিফেন্স কলোনি এলাকার বাসিন্দা রাখি বাউড়ির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর ভাইয়ের। তিন দিন আগে সে ফোন করলে ভৈরব তার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে যায় ও নিখোঁজ হয়ে যায়। রিমার দাবি ভৈরবের পাশাপাশি অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল রাখি। যার জেরে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এমনকি পুলিশে অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি বলে দাবি তার।

এরই মধ্যে এদিন ভৈরবেরই বাড়ির পিছনের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হওয়ায় মৃতের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ভৈরবের প্রেমিকা রাখির বাড়িতে হামলা চালায়, চলে ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউটাউনশিপ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামামো হয় কমব্যাট ফোর্স। এবং উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে প্রেমিকার বাড়ির লোকজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

মৃতের পরিবারের লোকজনের অভিযোগ বৈভবকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানায়িছেন তারা। অন্যদিকে পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments