সংবাদদাতা, দুর্গাপুর :- বুলডোজার চলবে না। বুলডোজার চালানোর কথা ভুলে যেতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এ বিষয়ে। পুনর্বাসন না দিয়ে কোন রকম উচ্ছেদ করা চলবে না। বুলডোজার চালালে হাতে হাতকড়া পরানো হবে। শুক্রবার দূর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে এভাবেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন শিল্প সংস্থার কতৃপক্ষকে হুঁশিয়ারী দিলেন বর্ধমান – দূর্গাপুর কেন্দ্র থেকে সদ্য নির্বাচন যুদ্ধে জয়ী তৃনমুল কংগ্রেসের সাংসদ কীর্তি। তিনি বলেন, এরই মধ্যে আমি এ নিয়ে চিঠি দিয়েছি ডিভিসি ও দুর্গাপুর ইস্পাত কারখানা কতৃপক্ষকে।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডিভিসি ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট গড়ছে ডিটিপিএসে। সেজন্য অবৈধ দখলদারদের উচ্ছেদ নোটিস দেওয়া হয়েছে ডিভিসি তরফে। অবৈধ ভাবে ডিটিপিএসের কোয়ার্টারে বসবাসকারীদের সরাতে জল, বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দিয়েছেন কর্তৃপক্ষ। ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি পুনর্বাসনের বিরুদ্ধে টানা আন্দোলন করে চলেছে। ভোটের আগে থেকে দফায় দফায় প্রায় ১৭০ জন অনশন করছেন। তাঁদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়লে প্রশাসন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করছে।
শুক্রবার দূর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে সদ্য নির্বাচন যুদ্ধে জয়ী তৃনমুল কংগ্রেসের সাংসদ কীর্তি। তিনি বলেন, এরই মধ্যে আমি চিঠি দিয়েছি ডিভিসি ও দুর্গাপুর ইস্পাত কারখানা কতৃপক্ষকে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার চেষ্টা হলে ডিভিসি ও দুর্গাপুর ইস্পাত কারখানা বিরুদ্ধে তিনি কোর্টে যাবেন। ডিভিসির চেয়ারম্যানকে জেলে যেতে হবে। কারণ, সুপ্রিম কোর্টে পুনর্বাসন সংক্রান্ত নির্দিষ্ট রায় রয়েছে। তাই পুনর্বাসন না দিলে তা আদালত অবমাননার সামিল হবে। তিনি আরও বলেন, তাহলে ডিভিসির চেয়ারম্যানকে জেলে যেতে হবে। দুর্গাপুরের কেন্দ্রীয় সরকারের কারখানাগুলি নিয়ে তিনি সংসদে বলবেন বলে এদিন জানান। কারোর নাম না করে তৃনমুল কংগ্রেসের সাংসদ বলেন, উনি তো এখন আর তানাশাহী চালাতে পারবেন না। উনি এখন তো মজবুর আছেন । তিনি বলেন, সংসদে যখনই বলার সুযোগ পাবো তখনই বন্ধ কারখানা খোলার বিষয়ে বলবো। এমএএমসি, ডিভিসি ও দামোদরে ড্রেজিং নিয়ে কথা বলবো ।
অন্যদিকে অবৈধ দখলদারকারীরা এখনো পর্যন্ত মায়াবাজার এলাকায় আন্দোলন চালাচ্ছেন তাদের দাবি, নবনির্বাচিত সাংসদ কৃতি আজাদ ও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার স্বশরীরে এসে তাদেরকে আশ্বস্ত করলে তারা এই আন্দোলন তুলে নেবে ।