eaibanglai
Homeএই বাংলায়ফুলকি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর সাথে 'এই বাংলায়' কিছুক্ষণ

ফুলকি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর সাথে ‘এই বাংলায়’ কিছুক্ষণ

‘এই বাংলায়’র সাংবাদিক সঙ্গীতা চৌধুরীকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, সবিতা চরিত্রে ফেরার কারণ!

সঙ্গীতা চৌধুরী, তারকেশ্বর:- স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিলো মা। এই ধারাবাহিক ৮ থেকে ৮০ র দর্শকের মন ভুলিয়েছিলো, এই ধারাবাহিকে ছোট থেকে ঝিলিকের জীবনে কাঁটা হয়ে উঠেছিল ফুলকি! এই ফুলকি ছিলো ধারাবাহিকের খলনায়িকা আর এই চরিত্রটি করে দর্শকের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন অস্মিতা চক্রবর্তী, পরবর্তীতে গৌরীদানের প্রতিমা ও সীমারেখার পিয়ালীর মতো গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন তিনি, আর এখন স্টার জলসার কথা ধারাবাহিকের সবিতা চরিত্র করছেন। কিন্তু ফুলকি, প্রতিমা খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী কেন কথা ধারাবাহিকের সবিতার চরিত্রে ফিরলেন ? এই নিয়ে দর্শক মনে অনেক দিন ধরেই প্রশ্ন উঠেছে। সম্প্রতি খোলা মনে আমাদের সেই সব প্রশ্নের উত্তর দিলেন জনপ্রিয় অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী ।

১/ মা সিরিয়ালে কীভাবে সিলেক্ট হলেন ?
অস্মিতা: অডিশন দিয়েছিলাম, সেখান থেকে আমায় নির্বাচন করা হয়।

২/ মা সিরিয়ালে শ্যুট করতে গিয়ে ঘটা মজা/ভয়ের কিছু ঘটনা ?
অস্মিতা : পুরো জার্নিটাই ভীষণ মজার ছিল আর একবার একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলাম, পা দুটো হয়তো বাদ চলে যেতো তবে ভগবান আর দর্শকদের ভালোবাসায়, আশীর্বাদে বেঁচে গিয়েছি সেইবার।

৩/ মা সিরিয়ালের পর আর কোথাও কেন দেখা যায় নি ?
অস্মিতা: এটা ঠিক নয়, মা এর পর ইটিভিতে গৌরীদান করি যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্র ছিল,তারপর আরও অনেক কাজ করেছি।

৪/ করুনাময়ী রানী রাসমণি করার সময় দিতিপ্রিয়া ও সীমারেখা করার সময় ইন্দ্রানী হালদারের সাথে কাজ করার কিছু অভিজ্ঞতা ?
অস্মিতা : এমনি খুব ভালো দুজনেই, মামণিদির সাথে কাজের সময় একটু ভয় লাগছিলো কিন্তু দিদি খুবই ভালো আর হেল্পফুল আর খুব মজার।

৫/ আপনি কাদের কাছে কৃতজ্ঞ ?
অস্মিতা: অনেকের কাছেই আমার দর্শকদের কাছে তো সবসময় এছাড়া svf এর পুনম দি, সাহানা দির কাছে যারা ফুলকি হিসেবে আমায় ভেবেছিলেন।

৬/ আপনার স্বপ্নের চরিত্র ?
অস্মিতা : যেকোনো চ্যালেঞ্জিং চরিত্র

৭/ কথার সবিতা চরিত্র কেন নিলেন ?
অস্মিতা : চ্যালেঞ্জিং লেগেছিল বেশ

৮/ দর্শককে কী বলতে চান ?
অস্মিতা : অসংখ্য ধন্যবাদ আমায় এতো ভালোবাসার জন্য সবসময় এভাবেই আমার পাশে থাকবেন।

৯/ ইন্ড্রাস্ট্রিতে যোগ্যতায় কাজ পাওয়া যায় এই নীতিতে বিশ্বাসী ? যদি বিশ্বাসী হন তাহলে মা এর ফুলকির পর সেভাবে আমরা আপনাকে পেলাম না কেন? এই নিয়ে কী বলবেন ?

অস্মিতা : বিশ্বাসী তো বটেই কারণ আমার শুরু হয়েছিল background artist দিয়ে অর্থাৎ যাকে আমরা junior artist বলি তবে আমার junior artist বলতে ভালো লাগে না, যাইহোক সেখান থেকে শুরু করে ফুলকি হিসাবে কাজ করা সম্ভব ছিল না। তবে হ্যাঁ এখন ছবিটা একটু হলেও বদলেছে। এখন Instagram followers বা আরও অনেক বিষয় এসছে তবে যোগ্যতার দামও দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments