eaibanglai
Homeএই বাংলায়আয়োজিত হল বার্নওয়াল বিকাশ মঞ্চ দুর্গাপুরের বিশেষ অনুষ্ঠান

আয়োজিত হল বার্নওয়াল বিকাশ মঞ্চ দুর্গাপুরের বিশেষ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আহির বরণ জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার দুর্গাপুরের নেতাজি ভবনে অনুষ্ঠিত হল বার্নওয়াল বিকাশ মঞ্চ দুর্গাপুরের উদ্যোগে একটি সভার। যেখানে আসানসোল, বর্ধমান, অন্ডাল, পাণ্ডেশ্বর প্রভৃতি এলাকার বার্নওয়াল সমাজের মানুষজন যোগ দিয়েছিলেন।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত হয়েছিলেন বার্নওয়াল সমাজের রাজ্য সভাপতি গোপীনাথ বার্নওয়াল, সেক্রেটারি কৃষ্ণ মুরারি বার্নওয়াল, দুর্গাপুর বার্নওয়াল বিকাশ মঞ্চের সভাপতি দীনেশ বার্নওয়াল, সেক্রেটারি রাজীব বার্নওয়াল, সঞ্জয় বার্নওয়াল এবং সহ-সভাপতি সঞ্জিত বার্নওয়াল, কোষাধ্যক্ষ বিজয় বার্নওয়াল, চন্দন বার্নওয়াল এবং সদস্যরা। উপস্থিত ছিলেন ধীরজ বার্নওয়াল, রোশন বার্নওয়াল, রাজেশ বার্নওয়াল, সুবোধ বার্নওয়াল প্রমুখ কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব।

প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দ বার্নওয়াল সমাজের উন্নতি ও উন্নয়নের বিষয়ে তাদের বক্তব্য পেশ করেন। বার্নওয়াল সমাজের রাজ্য সভাপতি গোপীনাথ বার্নওয়াল বলেন, “বার্নওয়াল সমাজ ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং আমরা সমাজের জন্য কাজ করছি। আমাদের সমাজের মানুষ কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে আমরা সেখানে পৌঁছে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি।” একই সঙ্গে দীনেশ বার্নওয়াল বলেন, “আমরা বার্নওয়াল সম্প্রদায়কে সংযুক্ত করার চেষ্টা করছি যাতে সর্বাধিক সংখ্যক মানুষ একত্রিত হতে পারে এবং আমাদের এলাকার বিধায়ক ও প্রশাসনের কাছে তাদের সমস্যাগুলি তুলে ধরতে পারে। আমাদের ছেলে মেয়েরা যাতে শিক্ষা অর্জন করে সমাজে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখছে সংগঠন। যদি কোন ব্যক্তির অন্য কোন সুবিধার প্রয়োজন হয়, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আরও সুবিধা দেওয়ার চেষ্টা করব।”

এদিন ছোট শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। সবশেষে ছিল সমাজের সকলের জন্য একসঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments