সংবাদদাতা, বাঁকুড়াঃ-
আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে ফায়ার মকটেস্ট সম্পর্কে বিশেষ ডেমো দেখানো হলো। এর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হলো অগ্নিসংযোগের বিষয় নিয়ে।
কোন বাড়িতে হঠাৎ আগুন লাগলে কিভাবে তার মোকাবেলা করতে হবে এবং হঠাৎ চার তালা বা পাঁচ তালা বাড়ির ছাদ থেকে কিভাবে সাধারণ মানুষকে রেসকিউ করে নামাতে হবে সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ভাবে আজ ডেমো দেখানো হলো। এছাড়াও গ্যাস সিলিন্ডারে আগুন লেগে গেলে বা অন্য কোন বস্তুতে আগুন লাগলে কিভাবে তা নেভাতে হবে সেই সম্পর্কেও ডেমোর মধ্য দিয়ে তুলে ধরা হয়। আজ সিভিল ডিফেন্স কর্মীদেরও বিশেষ প্রশিক্ষণ আজ দেওয়া হয়।
বাঁকুড়া অতিরিক্ত জেলা শাসক অসীম কুমার বিশ্বাস বলেন হঠাৎ করে কোন অফিস বা অন্য কোথাও আগুন ধরে গেলে কি করতে হবে তা বুঝতে পারেন না। এটা স্বাভাবিক ব্যাপার কেননা এটার সঙ্গে আমরা অভ্যস্ত নয়। তখন সেই মুহূর্তে তৎপরতার সহিত আমাদের কি করা উচিত সেইগুলোই এখানে হাতে-কলমে দেখানো হচ্ছে। তিনি মনে করেন এর ফলে মানুষ অনেকটাই উপকৃত হবেন। তবে এই ধরনের সচেতনতামূলক ডেমো মাঝেমধ্যেই করা হবে বলে তিনি জানান।