eaibanglai
Homeএই বাংলায়প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করলেন সাংসদ সুভাষ সরকার

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করলেন সাংসদ সুভাষ সরকার

সংবাদদাতা, বাঁকুড়াঃ- প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাঁকুড়া পাটপুর সংলগ্ন সাংসদ অফিসে ভারতীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাক্তার সুভাষ সরকার। তারপরে নাগরিকত্ব বিল আইন সমর্থনে প্রচার বাঁকুড়ার ধলডাঙ্গা ও বাঁকুড়া লোকপুর সংলগ্ন ১৩ নম্বর ওয়ার্ডের তোরাণ এলাকায়। এদিন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন বিজেপি সাংসদ। তৃণমূলের অপপ্রচারের বিরুদ্ধে সি এ এ এর সমর্থনে প্রচারে বেরিয়ে জনগণকেপৌরসভা বোর্ড উল্টে দেওয়ারও আহ্বান জানান তিনি। লোকপুর এলাকায় শোনেন মানুষের অভাব অভিযোগের কথা। এদিন নলডাঙ্গা এলাকায় এক শিশুকে স্নান করিয়ে এবং গা মুছিয়ে দিতে দেখা যায় বাঁকুড়ার সাংসদ ডাক্তার সুভাষ সরকার কে। সুভাষ সরকার বলেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিকে যেমন তুললাম তার সঙ্গে সমাজে যত অপরিষ্কার ছিল পরিষ্কারের কাজে নামলাম। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তৃণমূল
অপপ্রচার করছে তাই নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মানুষকে জাগ্রত করতেই এই পথে নামা বলে জানান তিনি। নলডাঙ্গা এক শিশুকে স্নান করার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন ওই বাচ্চাদের শরীরের ময়লা ছিল তাই তাকে স্নান করিয়ে গায়ের ময়লা দূর করে দিলাম এটা অস্বাভাবিক কিছু নয়। নাগরিকত্ব সংশোধনী আইন সমর্থনে আপনারা জনমত গড়ে তুলুন এবং পৌর নির্বাচনে তৃণমূলকে যোগ্য জবাব দিয়ে পৌরসভা থেকে বিতাড়িতকরার আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments