সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -: প্রায় প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে এলাকার বাসিন্দাদের সমস্যা যেমন তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তেমনি প্রতি রবিবার নিজের ১০ নং ওয়ার্ডবাসীদের জন্য সময় দেন গুসকরা পৌরসভার পুরপ্রধান কুশল মুখার্জ্জী। ২১ শে সেপ্টেম্বর রবিবারও তার কোনো ব্যতিক্রম ঘটলনা। আধার কার্ড সংযুক্তি সহ বিভিন্ন কারণে ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক প্রবীণ ব্যক্তির প্রাপ্য সরকারি ভাতা বন্ধ হয়ে আছে। অনেকেই এই ভাতার উপর নির্ভরশীল। ভাতা বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম সমস্যায় পড়ে।
সমস্যার সমাধানের জন্য দলের দু’তিনজন কর্মীকে সঙ্গে নিয়ে পুরপ্রধান সকাল থেকে নিজের ওয়ার্ডে ঘুরে বেড়ান। পরে নিজের বাড়িতে বসে সেগুলি সমাধানের উদ্যোগ নেন। ছুটির দিন হলেও পাশে পান পুরসভার দু’জন কর্মীকে। তাদের সহযোগিতায় অনেক রাত পর্যন্ত কাজ করে সমস্যা সমাধানের প্রাথমিক কাজ সম্পন্ন করেন। তার এই উদ্যোগে এলাকাবাসী খুব খুশি। কুশল বাবু বলেন, ভাতা না পেয়ে ওরা বেশ সমস্যায় পড়েছিলেন। যেসব কারণে তারা ভাতা পাচ্ছিলেননা সেগুলি দূর করার উদ্যোগ নিলাম। আশাকরি এরপর আর অসুবিধা হবেনা। ছুটির দিনেও পুরসভার দুই আধিকারিক পাশে থাকার জন্য তাদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





