eaibanglai
Homeএই বাংলায়অভিনব আঙ্গিকে পালিত হলো 'পথ নিরাপত্তা সপ্তাহ'

অভিনব আঙ্গিকে পালিত হলো ‘পথ নিরাপত্তা সপ্তাহ’

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান -: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর স্বপ্নের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পটিকে বাস্তবায়িত করার লক্ষ্যে গত ১ লা জুলাই থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচি। এই কর্মসূচিকে সাধারণ মানুষ ও পথচারীদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য গুসকরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এক অভিনব পন্থা অবলম্বন করা হয়। তাদের পক্ষ থেকে গুসকরা বাসস্ট্যান্ডে আয়োজন করা হয় ছোট্ট একটি পথনাটিকা ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’।

গুসকরা ‘চণ্ডীমণ্ডপ কিচির মিচির নাট্য সংস্থা’ পরিবেশিত এই নাটকে আঙ্গিকের মাধ্যমে পথ দুর্ঘটনার কারণ, সামাজিক ও পারিবারিক জীবনে তার কুপ্রভাব সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। নিজ স্বার্থে মোটরবাইক চালকদের হেলমেট ব্যবহার করতে ও সাবধানে গাড়ি চালানর পরামর্শ দেওয়া হয়।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে পথ নাটিকাটি উপভোগ করার জন্য দর্শক হয় যথেষ্ট।

পথনাটিকাটি রচনা করেন সুমিত চ্যাটার্জ্জী এবং পরিচালনা করেন নাট্যকার স্বয়ং ও রিয়া ব্যানার্জ্জী। নৃত্য পরিচালনা করেন রিয়া দেবী। শারণ্যা, চন্দ্রিমা, সুস্মিতা, আগ্নিক, স্নেহিত, রাইমা, অঙ্কিতা, হিয়া, পেখম, উজান, অদ্রিজা, শ্রীতমা, রাতুল, সুদীপ্তা, সিনরুজা, অনু প্রমুখ ক্ষুদেদের অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

প্রসঙ্গত সুমিত-রিয়া জুটির পরিচালনায় গত কয়েক বছর ধরে কিচির মিচির সংস্থার ক্ষুদেদের অভিনীত একাধিক সমাজ সচেতনামূলক নাটক ও পথনাটিকা দর্শকদের এলাকাবাসীর প্রশংসা আদায় করে নিয়েছে। এমনকি কয়েকদিন আগে গুসকরা পুলিশ ফাঁড়ির উদ্যোগে তাদের পরিবেশিত ‘মাদক বিরোধী’ পথনাটিকা দর্শকদের প্রশংসা আদায় করে নেয়।

রিয়া দেবী বললেন, আমাদের মূল লক্ষ্য নাটক ও সুস্থ সংস্কৃতির মাধ্যমে এইসব ক্ষুদেদের মোবাইলের আকর্ষণ থেকে দূরে সরিয়ে রাখা। যেভাবে তাদের অভিভাবকদের সহযোগিতা পাচ্ছি তাতে আমাদের প্রচেষ্টা সফল হবে সেই বিষয়ে আমরা নিশ্চিত।

ক্ষুদদের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন আউসগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী, গুসকরা ট্রাফিক গার্ডের ওসি বিশ্বনাথ পাইন ও অন্যান্য কর্মীরা, পুরপ্রধান কুশল মুখার্জ্জী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

আইসি বললেন, পথ দুর্ঘটনা হ্রাস পেয়েছে ঠিকই কিন্তু আমাদের লক্ষ্য এটি শূন্যে নামিয়ে আনা। এরজন্য তিনি সবার সহযোগিতা প্রার্থনা করেন।

গুসকরা ট্রাফিক গার্ডের উদ্যোগের এবং কিচির মিচিরের ক্ষুদেদের ভূয়সী প্রশংসা করে পুরপ্রধান বললেন, এইসব ক্ষুদেদের কষ্ট তখনই সার্থক হবে যদি আমরা সচেতন হই। আশাকরি এইসব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে প্রত্যেকেই সচেতন হবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments