eaibanglai
Homeএই বাংলায়গুসকরা ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হলো 'সেফ ড্রাইভ সেভ লাইভ' কর্মসূচি

গুসকরা ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হলো ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ কর্মসূচি

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান -: পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে চালু হয় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে সার্থক রূপ দেওয়ার জন্য সক্রিয় হয়ে ওঠে রাজ্যের পুলিশ ও ট্রাফিক গার্ডের আধিকারিকরা। দুর্ঘটনা জনিত মৃত্যুর সংখ্যা কমলেও এখনো সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। তাই মাঝে মাঝেই সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ ও ট্রাফিক গার্ডের আধিকারিকদের বাড়তি উদ্যোগ নিতে দেখা যায়।

৮ ই ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলা পুলিশের পরামর্শে আউসগ্রাম থানার অন্তর্গত গুসকরা ট্রাফিক গার্ডের উদ্যোগে এনএইচ-২ জাতীয় সড়কের উপর অবস্থিত গুসকরা সংলগ্ন বলগোণা মোড়ে একটি ‘সেফ ড্রাইভ সেভ ড্রাইভ’ কর্মসূচি পালন করা হয়। সেখানে আউসগ্রাম থানার আইসি আব্দুর ওয়াহব রব মোটরবাইক চালকদের হেলমেট ব্যবহার করার ও সাবধানে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন। একইসঙ্গে তিনি তার দীর্ঘ চাকরি জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একটা দুর্ঘটনা কিভাবে একটা পরিবারকে শেষ করে দিতে পারে সেই তথ্যও তিনি সবার সামনে তুলে ধরেন। প্রসঙ্গত কয়েকদিন আগে গুসকরা বাসস্ট্যান্ডে আয়োজিত এরকম একটি কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যদের সবার সামনে হাজির করানো হয়। পাশাপাশি এদিন বেশ কয়েকজন মোটরবাইক চালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয় এবং গাড়ি চালানোর সময় সেগুলি ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়। এরআগে গুসকরা ট্রাফিক গার্ডের ওসি বিশ্বনাথ পাইনের নেতৃত্বে গুসকরা শহরে একটি সচেতনতা মূলক র‍্যালি বের হয়। তাতে ট্রাফিকের সঙ্গে যুক্ত সিভিক ভলাণ্টিয়াররা অংশগ্রহণ করেন। র‍্যালি গুসকরা শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে এবং পথচলতি মোটরবাইক চালক সহ অন্যান্য যানবাহনের চালকদের সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments