সঙ্গীতা চৌধুরীঃ- একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন , তখন হয়ত কোনও কারণে তিনি সাধনা করতে পারলেন না, সেই অবস্থায় কী ভাবে তার সাধনা এগিয়ে নিয়ে যাওয়া উচিত? এই প্রসঙ্গে একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে প্রশ্ন করেছিলেন, কীভাবে অসুস্থ থাকাকালীন সন্ধ্যা আহ্নিক বা জপ করতে না পারলেও সাধারণ মার্গে উন্নতি করা যায়? এই নিয়ে প্রশ্ন করা হলে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেন,
“যেটুকু সম্ভব সেটুকুই করবেন। চেষ্টা করুন ১০৮ বার ইষ্টমন্ত্র জপ ছাড়া আর কী করা সম্ভব।”
অনেকগুলো পথ বলে তিনি বলে দিয়েছিলেন এই ক্ষেত্রে , প্রথম ক্ষেত্রে বলেছিলেন, ‘চোখ বন্ধ করে মনেমনে জপ করুন, ইষ্টকে মানসনেত্রে দেখতে দেখতে’। এরপর দ্বিতীয় ক্ষেত্র হিসেবে তিনি বলেছিলেন,‘ কল্পনা করুন, ইষ্টের ছবির সামনে আপনি নেচে নেচে গাইছেন বা বৈষ্ণবদের মত কীর্তন করছেন। ইষ্টের স্মরণ মনন করুন।’
এছাড়া আরও দুটো পথের কথা তিনি বলেছিলেন-
১।সামনের দেয়ালে বা টেবিলে ইষ্টের ছবি রেখে জপ করুন মনে মনে।
২। বাড়ির কেউ আপনার সঙ্গে থাকলে তাকে বলুন কথামৃত পড়ে শোনাতে।
এছাড়া মহারাজ বলেছিলেন, “চিন্তা করে দেখুন আর কী কী ভাবে আপনি ইষ্টের স্মরণ মনন করতে পারেন বিছানায় শুয়ে শুয়ে।”
![](https://eaibanglai.com/wp-content/uploads/2024/11/ADD-1-2.gif)
![](https://eaibanglai.com/wp-content/uploads/2024/11/ADD-2-2.jpeg)
![](https://eaibanglai.com/wp-content/uploads/2024/11/ADD-3-2.gif)
![](https://eaibanglai.com/wp-content/uploads/2024/11/ADD-4-2.gif)
![](https://eaibanglai.com/wp-content/uploads/2024/11/ADD-5-2.gif)
![](https://eaibanglai.com/wp-content/uploads/2024/11/ADD-6-2.gif)