সংবাদদাতা, কোচবিহারঃ- দীর্ঘ প্রায় পাঁচ মাস পর দেশে ফিরল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস। তবে কোন যাত্রী নিয়ে নয়, খালি কোচ নিয়ে। গত মঙ্গলবার ১০ ডিসেম্বর, কোচবিহার হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে এই ফাঁকা ট্রেনটি। বাংলাদেশের ইঞ্জিন ট্রেনের কামরাগুলি সীমান্ত পার করে ভারতে নিয়ে আসে। হলদিবাড়ি স্টেশনে পৌঁছানোর পর সেই ইঞ্জিন ফিরে যায় বাংলাদেশে। এরপর হলদিবাড়ি থেকে ফাঁকা কামরাগুলিকে ইঞ্জিনের সাহায্যে নিয়ে যাওয়া হয় নিউ জলাপাইগুড়ি স্টেশনে। হলদিবাড়ি স্টেশনের স্টেশন মাস্টার অমিত তেওয়ারি সংবাদ মাধ্যমকে জানান, ট্রেনের সব কামরাই অক্ষত রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক হিংসার প্রভাব পড়েনি ট্রেনটিতে।
প্রসঙ্গত গত ১৭ জুলাই মিতালী এক্সপ্রেস ভারত থেকে শেষ যাত্রা করে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর, কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী এই ট্রেন পরিষেবা। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এতো দিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পড়ে ছিল। সোমবার দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের ২৪ ঘন্টা অতিক্রম হওয়ার আগেই ভারতে ফিরিয়ে দেওয়া হল ট্রেনটি। যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, মিতালি এক্সপ্রেসের রুট ছিল নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা স্টেশন পর্যন্ত। মিতালি এক্সপ্রেসের পাশাপাশি ১৯ জুলাই থেকে বন্ধ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। ২০ জুলাই থেকে বন্ধ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। বাস ও বিমান পরিষেবা চালু হলেও জুলাই মাস থেকে দুই দেশের মধ্য়ে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে।