eaibanglai
Homeএই বাংলায়১৫তম হরিপাল মিলন মেলার উদ্বোধন হলো

১৫তম হরিপাল মিলন মেলার উদ্বোধন হলো

সঙ্গীতা চৌধুরী, হুগলিঃ- বুধবার ১৪ ই ডিসেম্বর ২০২৩, হরিপালের সহদেব অঞ্চলে ১৫তম মিলনমালার উদ্বোধন হলো। হরিপাল সহদেব গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও সহদেব অঞ্চল মেলা কমিটির পরিচালনায় গতকাল সন্ধ্যা ৭ টায় উদ্বোধন হলো হরিপালের এই মিলন মেলা। ১৫ তম এই মিলনমেলার উদ্বোধন করতে এইদিন উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী, মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন হরিপালের বিডিও পারমিতা ঘোষ, ওসি কৌশিক সরকার সহ আরো অনেকে। অভিনেত্রী কৌশানী মুখার্জী, বেচারাম মান্না,বিধায়ক করবী মান্না,বিডিও পারমিতা ঘোষ সহ বিশিষ্ট অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়েই এইদিন মেলার শুভ উদ্বোধন হয়।

এই দিন মঞ্চে অভিনেত্রী কৌশানী বলেন,“ আমি কিন্তু একদমই গায়িকা নই , তাই আমি যে দুঃসাহসটা দেখাবো, সেটা পুরোপুরি মন থেকে তোমাদের জন্য।” এরপর অভিনেত্রী দর্শকদের তালে তালে হাততালি দিতে বলেন, আর দর্শকদের এই উৎসাহের মধ্যে দিয়ে কৌশানী গান ধরেন,“তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না” তবে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলো আরো একটি বিশেষ চমক। সাধারণত যে কোনো অনুষ্ঠানের উদ্বোধন হয় গান দিয়ে কিন্তু এই হরিপাল মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বাঁশি দিয়ে। মেলা কমিটির সভাপতি দেবাশীষ পাঠকের আমন্ত্রণে এইদিন মেলায় বাঁশি পরিবেশন করতে আসেন বিশ্ব বরেণ্য বংশী বাদক পদ্মবিভূষণ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াজির শিষ্য শ্রী দেবজ্যোতি অধিকারী। তার ব্যান্ড debojyoti & friends এদিন বাঁশির মিষ্টি সুরে সকলের নজর কেড়ে নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments