eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল নেতার গাড়ির চালকের মারে রক্তাক্ত অন্য গাড়ির চালক, ভাইরাল ভিডিও ঘিরে...

তৃণমূল নেতার গাড়ির চালকের মারে রক্তাক্ত অন্য গাড়ির চালক, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– তৃণমূল নেতার গাড়ির চালকের মারধরের জেরে রক্তাক্ত অন্য একটি গাড়ির চালক। প্রতিবাদে আসানসোলের জামুরিয়ার তৃণমূল কংগ্রেসের ২ নম্বর ব্লক সভাপতি তথা জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিদ্ধার্থ রানার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে ক্ষুব্ধ মানুষজন। এমনকি ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সরব হয়েছেন তারা। এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল । একইসঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে শাসক দলের ব্লক সভাপতির বিরুদ্ধে। আর এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্কও। জানা যায় গত মঙ্গলবার সন্ধ্যায় তপসি রেলগেটের কাছে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি সিদ্ধার্থ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,তপসি রেলগেটের কাছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ যানজটের কারনে আটকে যান তিনি। সেই সময় গাড়ি থেকে নেমে শৌচালয়ে যান তিনি। ফিরে দেখেন অন্য এক গাড়ি চালেকর মুখ দিয়ে সামান্য রক্ত বেরোচ্ছে এবং দুই মহিলা চিৎকার করে অভিযোগ করছেন যে তার গাড়ির চালক ওই চালককে মারধর করেছে। পাশাপাশি ওই মহিলাদের একজন ঘটনাটি মোবাইল ক্যামেরায় বন্দি করছিলেন। ওই মহিলাদের চিৎকারে কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায়। পাশাপাশি তৃণমূল নেতা বলেন, “যতদূর জানতে পেরেছি আহত ওই চালক চাকদোলারই বাসিন্দা। দলের ওই এলাকার আঞ্চলিক সভাপতিকে আমি বলে এসেছি চিকিৎসা করানো জন্য। যা খরচ লাগবে চিকিৎসার জন্য সেটা দিয়ে দিতে। আমি পরে দিয়ে দেব।” পাশাপাশি তিনি দাবি করেন, তার ধারনা ওই গাড়ি চালক পড়ে গিয়ে বা অন্য কোনভাবে ধাক্কা লেগে জখম হয়েছিল।

অন্যদিকে ওই ঘটনায় জামুড়িয়া থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments