eaibanglai
Homeএই বাংলায়নিঃসন্তান ও নিঃসঙ্গ মানুষের সদগতি হবে কী উপায়ে?

নিঃসন্তান ও নিঃসঙ্গ মানুষের সদগতি হবে কী উপায়ে?

সঙ্গীতা চৌধুরীঃ- যাদের স্বামী, সন্তান নেই এবং যাদের পুত্র নেই বা যে সকল পুরুষেরা সংসার ধর্ম পালন করেননি, তাদের মৃত্যুর পর তাদের পরলৌকিক কার্য করার মতো সেভাবে কেউ থাকেন না। তাহলে তাদের কী গতি হয়? তারা কি তখন ভগবানকে লাভ করতে পারেন না! আপনি জানলে অবাক হবেন আমাদের সনাতন শাস্ত্র এই বিষয়েও দিক নির্দেশ করেছে। হ্যাঁ গরুড় পুরান অনুযায়ী নিঃসন্তান বা একাকী মানুষদের ভাববার কিছু নেই কারণ তাদের জন্য ভগবান আছেন। গরুড় পুরাণ অনুযায়ী এমন কিছু কাজ আছে যা করলে একজন নিঃসন্তান বা নিঃসঙ্গ মানুষও মৃত্যুর পর সদগতি লাভ করতে পারেন-

ভগবানের নাম জপ। যার কেউ নেই তার ভগবান আছে এই বিশ্বাসের নিত্যদিন আপনাকে ইষ্ট নামজপ করতে হবে। তাছাড়া ভগবান স্বয়ং গীতাতে বলেছেন যে ,যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে, সে আমাকেই পাবে।

সেবা। আপনি নিজের সাধ্যমতো পশুপাখিকে খাবার খাওয়ান। গরুড় পুরাণ অনুসারে বলা হয়, ক্ষুধার্ত প্রাণীকে অন্ন দিলে তা সরাসরি পিতৃপুরুষ ও ঈশ্বরের কাছে পৌঁছায়।

সমর্পণ। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন। তিনি আপনার সব তিনি আপনার স্বামী তিনি আপনার সন্তান এই ভাব নিয়ে থাকলে তিনি আপনাকে উদ্ধার করবেন।

নিঃসন্তান অথবা নিঃসঙ্গ মানে আপনি ভগবানের বিশেষ কৃপা প্রার্থী মনে করে দেখুন ভরা সভায় দ্রৌপদীকে ভগবান স্বয়ং রক্ষা করেছিলেন আর জটায়ুর সৎকার করার কেউ ছিল না বলে, রামায়ণে রামচন্দ্র স্বয়ং তার সৎকার করেন। তাই ভালো কাজ করুন ভগবান স্বয়ং আপনার সদগতি করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments