eaibanglai
Homeএই বাংলায়ভুল কর্মের খন্ডন কীভাবে করবেন? কীভাবে এগিয়ে যাবেন জীবন পথে?

ভুল কর্মের খন্ডন কীভাবে করবেন? কীভাবে এগিয়ে যাবেন জীবন পথে?

সঙ্গীতা চৌধুরীঃ- আমরা সকলেই জানি ভুল এবং পাপের মধ্যে পার্থক্য রয়েছে। ভুল করলে তাকে খুব ক্ষুদ্র ভাবে ধরা হয় তাই ক্ষমা হয় আর পাপ করলে হয় প্রায়শ্চিত্ত।

একবার একজন ভক্তলোক প্রশ্ন করেন যে, নিজের বাসনা তৃপ্তির জন্য তার দ্বারা একটি ভুল হয়ে গেছে,না তবে তিনি কারো ক্ষতি করেননি , কিন্তু যেহেতু তিনি আধ্যাত্মিকভাবে সমস্ত কিছুকে ভাবেন সেই কারণে সেই ভুলের জন্য আধ্যাত্মিকভাবে তার নিজেকে খুব অপরাধী লাগে। এই কর্মফল কীভাবে খন্ডাতে পারবেন এই বিষয়ে তিনি প্রশ্ন করেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে।

মহারাজ এর উত্তরে বলেন, প্রতিদিন কিছু নির্দিষ্ট জপ এবং মানসিক অনুশীলন করা উচিত। এগুলি করলে মন শক্তিশালী হবে কিন্তু মন শক্তিশালী না হলে কোন রকমের কাজই মানুষের পক্ষে সম্ভবপর হবে না।

একই সাথে মহারাজ উপনিষদের কথা বলতে গিয়ে বলেন,“ উপনিষদে বলছে, আশিষ্ট , দ্ররিষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী- এই চারটি গুণ থাকতে হবে। তার ব্যবহার খুব ভালো, আশিষ্ট। দ্ররিষ্ঠ, মন খুব শক্তিশালী। বলিষ্ঠ, শরীর খুব শক্তিশালী। মেধাবী, অর্থাৎ যে সমস্যার সমাধান করতে পারে। সুতরাং ধর্ম সম্পর্কে আমাদের যে ধারণা, কোনরকম ব্যক্তিত্ব থাকবে না, কাউকে না বলতে পারে না, এরা নাকি খুব এগিয়ে আছে। এটা ভুল কথা, এরা তামসিকতায় আবদ্ধ রয়েছে”

এরপর কর্মফলের খন্ডন সম্পর্কে তিনি বলেন, “প্রতিদিন দুবেলা কিছুক্ষণ (দশ মিনিট) জপ করুন এই ভুলের প্রায়শ্চিত্তর জন্য। সময় লাগবে, নির্ভর করছে এটা আপনার মনে কত গভীর দাগ ফেলেছে, যত গভীর দাগ তত বেশি সময় লাগবে। কিন্তু কোনো একদিন তো শুরু করতেই হবে, সেজন্য শুরু করুন। ভুল সবার জীবনেই কমবেশি হয়, আপনার ভুলের জন্য যখন কারো ক্ষতি হয়নি সেক্ষেত্রে খুব বেশি অনুতাপের প্রয়োজন নেই।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments