eaibanglai
Homeএই বাংলায়কী করলে সবসময় আনন্দে থাকা যায়? জানলে চমকে উঠবেন আপনিও!

কী করলে সবসময় আনন্দে থাকা যায়? জানলে চমকে উঠবেন আপনিও!

সঙ্গীতা চৌধুরীঃ- একবার একজন ভক্ত প্রশ্ন করেছিলেন , ‘কিছু মানুষ যেন সবসময়ই আনন্দে থাকে। এর রহস্য কী?’ স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরে বলেন, লক্ষ্য করলে তাদের কিছূ চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাবেন আপনি।
১- তারা কাজ করে আনন্দের জন্য, অর্থ বা যশের জন্য নয়।
২- ব্যর্থতায় ভেঙে পড়ে না, কারণ কাজের মধ্যেই তারা আনন্দ পেয়ে গেছে।
৩- পজিটিভ মানসিকতা থাকায়, তারা প্রতিকূল পরিবেশেও সুযোগ খুঁজে নেয়।
৪- তারা সৃজনশীল ও আত্মনির্ভর হয়।
৫- আনন্দের জন্য তারা বাইরের পরিবেশের তূলনায় নিজের উপর বেশি নির্ভর করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments