নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- আবারো আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বাবলু আস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আড়াই বছর আগে বাবলু আসের সাথে পরমা(প্রিয়া)র আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। পরমার বাপের বাড়ী ওন্দা থানার গোপালপুর গ্রামে। শশুরবাড়ি কোতুলপুর থানার পাটপুরে। পরমার একটি দেড় বছরের কন্যা সন্তানও আছে। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো পরমার উপর তার শ্বশুরবাড়ির লোকজন। গতকাল সকালে পরমার বাবাকে অভিযুক্ত বাবলু ফোন করে জানায় তার মেয়ে কারেন্টে শক খেয়েছে। পরমার বাবা কর্মসূত্রে হাওড়াতে থাকেন তিনি লোক মারফত জানতে পারেন যে তার মেয়ে পরমা প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। এলাকার মানুষ তড়িঘড়ি পরমাকে কোতুলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে বিষ্ণুপুরে হাসপাতালে নিয়ে যায়। বিকালের দিকে মৃত্যু হয় পরমার। রাত্রিতে পরমার বাবা শ্রীকান্ত দে কোতুলপুর থানাতে পরমার স্বামী বাবলু আস, পরমার শাশুড়ি ঝরনা আস এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পরমার পিতা শ্রীকান্ত দে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।










