eaibanglai
Homeএই বাংলায়নম্বর প্লেটবিহীন টোটোর দৌরাত্ম্যে নাজেহাল শহরবাসী

নম্বর প্লেটবিহীন টোটোর দৌরাত্ম্যে নাজেহাল শহরবাসী

নিউজ ডেস্ক, পুরুলিয়াঃ নম্বরবিহীন টোটোর রমরমা বাজার আর তার জেরেই নাজেহাল অবস্থা পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দার। জানা গেছে কয়েক মাস ধরে ঝালদা ব্লকে দাপিয়ে বেড়াচ্ছে নম্বরবিহীন টোটো। নিত্যযাত্রীদের বয়ান অনুযায়ী, রাচি-পুরুলিয়া রাজ্য সড়ক, স্টেশন রোড, ঝালদা পৌরসভা সংলগ্ন ব্যস্ততম রাস্তা ও পুরুলিয়া শহরে এই মুহূর্তে কয়েকশো নম্বরবিহীন টোটো রাস্তায় রয়েছে। এছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ডের রাঁচি-পুরুলিয়াগামী রাস্তায় কয়েক মিনিট অন্তর অন্তর বেআইনি টোটো চলে আসায় প্রায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে পুরুলিয়া শহরে। স্থানীয়দের অভিযোগ সিভিক পুলিশ ও পুলিশ প্রশাসন যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকলেও বেআইনি টোটোর রমরমা বাজারের জেরে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। এছাড়াও সিভিক পুলিশদের ওপরেও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আধিকারিকরা ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশিক্ষণপ্রাপ্ত হলেও বর্তমানে রাজ্য সরকারের তরফে যে সিভিক পুলিশ নিয়োগ করা হয়েছে তারা সম্পূর্ণ আনকোরা এবং প্রশিক্ষণপ্রাপ্ত নয়। তাই বেআইনি টোটোর জেরে শহরের রাস্তায় যে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে সিভিক ভলেন্টিয়াররা। ঝালদা পুরসভার বাধাঘাট, নামপাড়া, ঠাকুরবাড়ি মোড় এবং পুরসভার নিকটস্থ বাস স্ট্যান্ড ও স্কুল মোড়ে প্রত্যেকদিন সকাল হতে না হতেই ব্যাপক যানজট দেখা দিচ্ছে বলে অভিযোগ। ফলে একদিকে যেমন দুর্ঘটনা বাড়ছে তেমনি নিত্যদিন যানজটের জেরে অফিস কাছারি, স্কুল-কলেজ পড়ুয়াদের এবং কর্মীদের অফিসে পৌঁছাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন নিত্যযাত্রীরা। এবার আসা যাক বেআইনি টোটোর রমরমা বাজারে, গত কয়েক বছরে ঠিক যখন থেকে এই টোটো রিক্সা বাজারে এসেছে তখন থেকেই বিভিন্ন রাজ্যে টোটোর রুট নিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে সমস্ত যাত্রীদের। ব্যতিক্রম নয় পুরুলিয়াও এই মুহূর্তে পুরুলিয়া শহরে কয়েকশো নম্বর যুক্ত টোটো এবং অটো নিজেদের রুটে যাত্রী পরিবহন করলেও বর্তমানে কয়েকশো নম্বরবিহীন টোটো ঘাঁটি গেড়েছে পুরুলিয়া শহরে। এই নম্বর বিহীন টোটো গুলি শহরের রাস্তায় যেমন বেআইনিভাবে বিভিন্ন রুটে যাত্রী নিয়ে যাওয়া আসা করছে তেমনি এই অতিরিক্ত টোটোর জেরে শহরের রাস্তা গুলি অবরুদ্ধ হয়ে পড়ছে। এর ফলে একদিকে যেমন রেজিস্ট্রেশন প্রাপ্ত টোটো চালকরা ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তেমনি শহরের রাস্তায় দুর্ঘটনা ক্রমশ বাড়ছে। শুধু তাই নয় বেশ কয়েকজন যাত্রীর বয়ান থেকে জানা গেল, এই সমস্ত নম্বর প্লেট বিহীন টোটোর চালকেরা যাত্রীদের সঙ্গে মাঝেমধ্যেই ভাড়া নিয়ে বচসায় লিপ্ত হয়ে পড়েন, পাশাপাশি যাত্রীদের অভিযোগ বহুবার এই সমস্ত টোটো চালকদের অভব্য আচরণের শিকার হয়েছেন তারা। তাই পুরুলিয়া শহরবাসীর বক্তব্য অবিলম্বে এই বেআইনি ও নম্বর প্লেট বিহীন টোটোগুলিকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments