সংবাদদাতা, বাঁকুড়া :-
২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিজেদের যে জমি হারিয়ে ফেলেছিল সেই জমি পুনরুদ্ধার উঠে-পড়ে লেগেছেন গ্রাম থেকে শহরে সর্বত্রই চলছে রাজ্যের নেতা-মন্ত্রীরা ফলে সাধারণ মানুষের সাড়াও পাচ্ছেন ভালো
আর সেই মতই আজ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতবর্ষের অর্থনৈতিক দুরবস্থা ও এন আর সির বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো । হিন্দি সিনেমা তলা থেকে মিছিল শুরু হয়ে ইন্দাস বাজার পরিক্রমা করে এরপর একটি জনসভার আয়োজন করা হয় উক্ত জনসভায় এদিনের জনসভায় ৮৩ টি পরিবার থেকে আড়াইশো জনেরও বেশি বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন
আজকের জনসভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষাল বিধায়ক গুরুপদ মেটে মেটে সহ একাধিক তৃণমূল নেতৃত্ব
এদিনের জনসভায় মধ্যে শ্যামল সাঁতরা মহাশয় বলেন ২০১৯লোকসভা নির্বাচনে বিজেপি যেতেনি জিতেছে সিপিএম এছাড়াও তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে পশ্চিমবঙ্গে এনআরসি হবে না।