eaibanglai
Homeএই বাংলায়রানিগঞ্জে আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র কারবারী চক্রের হদিশ, ধৃত ২

রানিগঞ্জে আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র কারবারী চক্রের হদিশ, ধৃত ২

সংবাদদাতা, রানিগঞ্জঃ- দিল্লিতে শনিবার দুপুরে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দপ্তর থেকে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হতে পারে। এরজন্য একটি সাংবাদিক সম্মেলন করা হবে বলে শুক্রবার কমিশন থেকে এক প্রেস বিঞ্জপ্তি জারি করা হয়েছে।

এরই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জে আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র চোরাকারবারি চক্রের হদিশ মিললো। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানিগঞ্জ থানার পিসি পার্টি অঞ্জনা সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হলো বিপিন সোয়াইন ও শিশুপাল কুমার। বিপিনের আসল বাড়ি উড়িষ্যায়। তবে সে বর্তমানে আসানসোলের জামুড়িয়া থানার নিউ কেন্দা এলাকায় থাকতো। শিশুপালের বাড়ি বিহারের পাটনা জেলার রাসুলায়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার, দুটি কার্তুজ ও একটি ছুরি পাওয়া গেছে। তারা যে মোটরবাইক করে এলাকায় ঘোরাঘুরি করছিলো, পুলিশ সেটিও আটক করেছে। শুক্রবার ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিলো। তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের তরফে আদালতে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে থেকেই ধৃত বিপিনের নামে একাধিক অপরাধমুলক কাজে জড়িত থাকার মামলা রয়েছে। ধৃতরা অন্য রাজ্য থেকে অস্ত্র নিয়ে আসানসোল রানিগঞ্জ এলাকায় বিক্রি করতো। এদের সঙ্গে আর কে বা কারা আছে, তা জানার জন্য ধৃতদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে বলে পুলিশের তরফে বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রানিগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, অঞ্জনা সিনেমা হল এলাকায় দুই যুবক মোটরবাইক নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। এরপর পিসি পার্টি ঐ এলাকায় আসে। ঐ দুই যুবক এলাকায় আসতেই তাদেরকে আটক করা হয়। কি কারণে তারা এলাকায় এসেছে, তার সদুত্তর দিতে না পারায় পুলিশ তল্লাশি শুরু করে। তখনই তাদের কাছ থেকে পাওয়া যায় ওয়ান শটার, কার্তুজ ও ছুরি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments