eaibanglai
Homeএই বাংলায়জেলা হাসপাতালে " তামাক মুক্তি সহায়তা কেন্দ্র "

জেলা হাসপাতালে ” তামাক মুক্তি সহায়তা কেন্দ্র “

সংবাদদাতা, আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে চালু হলো “তামাক মুক্তি সহায়তা কেন্দ্র ” বা ” টোবাগো সিশেসান সেন্টার” চালু হলো। আসানসোল জেলা হাসপাতাল চত্বরে সুপার স্পেশালিটি হাসপাতাল ভবনের গ্রাউন্ড ফ্লোরে এই সেন্টার তৈরি করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়। শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে ফিতে কেটে এই সেন্টারের উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান, ডেপুটি সিএমওএইচ (৪) ডাঃ অনন্যা মুখোপাধ্যায় ও ডাঃ গৌতম মন্ডল। অন্যদের মধ্যে ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, সহকারী সুপার ভাস্কর হাজরা, মমতাজ চৌধুরী, সৃজিত মিত্র, ডাঃ দেবদীপ মুখোপাধ্যায়, জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক ইনচার্জ ডা: সঞ্জিত চট্টোপাধ্যায় , ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ অমিত মুখোপাধ্যায় ,দন্ত চিকিৎসক ডা: আরিফ আলী, ডাঃ সুপ্রিয়া ঘোষাল, ডাঃ স্বর্নেন্দু চৌধুরী, নার্সিং সুপার।

এই উপলক্ষে এদিন সুপার স্পেশালিটি হাসপাতালের কনফারেন্স হলে সেমিনার হয়। সেখানে বক্তব্য রাখেন সিএমওএইচ ডাঃ ইউনুস খান, ডেপুটি সিএমওএইচ (৪) ডাঃ অনন্যা মুখোপাধ্যায় , জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ নিখিল চন্দ্র দাস, ডাঃ গৌতম মন্ডল, দন্ত চিকিৎসক ডাঃ সুপ্রিয়া ঘোষাল সহ অন্যান্যরা।

সিএমওএইচ বলেন, ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে (২০ মার্চ, ২০২৪) উপলক্ষে ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম কর্মসূচির অধীনে এদিন এই সেমিনার অনুষ্ঠিত হয়। আসানসোল জেলা হাসপাতালের তামাক মুক্তি সহায়তা কেন্দ্র কাউন্সেলিং করা হবে যাদের বিভিন্ন ব্লক থেকে রেফার করা হবে। এছাড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, একটি টিম গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের বাইরে তামাকজাত দ্রব্য বিক্রি ও ব্যবহার বন্ধ হয়। সবার মধ্যে সচেতনতা বাড়াতে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments