মনোজ সিংহ, দুর্গাপুরঃ- আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষেরা ক্রীড়া প্রেমী। শিল্পাঞ্চলে রয়েছে আন্তর্জাতিক মানের ইনডোর,আউটডোর স্টেডিয়াম ও খেলার মাঠ। গোটা দেশে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়রা নিজস্ব জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই। অনেক এমন খেলা রয়েছে যা শিল্পাঞ্চলের কচিকাঁচাদের মন জয় করছে। তেমনই এক খেলা হলো দাবা।
গতকাল ২০ শে জুলাই ছিল আন্তর্জাতিক দাবা দিবস। এই দাবা দিবসকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে একাধিক দাবা প্রতিযোগিতা ও চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ক্রীড়া প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ও একাধিক ক্লাবের উদ্যোগে বিভিন্ন জায়গায় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শিল্পাঞ্চল দুর্গাপুরে যে বড় দাবা খেলার আয়োজন হয়েছিল সেটি হল আন্তর স্কুল ক্লাস্টার লেভেলের দাবা প্রতিযোগিতা পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলে। শিল্পাঞ্চল আসানসোল দুর্গাপুরের প্রায় ৩০টি বেসরকারি ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুলের বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রীরা এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে তাদের স্কুল প্রাঙ্গণে যে দাবা খেলার আয়োজন করা হয়েছিল তাতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে এক আলাদা উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। এদিনের এই পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত।
এই দাবা প্রতিযোগিতা সম্বন্ধে বলতে গিয়ে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ডাইরেক্টর ও অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায় জানান, “আমি অত্যন্ত আনন্দিত যে শিল্পাঞ্চল আসানসোল দুর্গাপুরের বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রীরা দাবার মতন একটি খেলায় পারদর্শী হয়ে উঠছে। আমি স্বপ্ন দেখি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে একজন গ্র্যান্ড মাস্টার তৈরি হবে দিব্যেন্দু বরুয়ার মত। পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া বিভাগে দাবা খেলাকে প্রাধান্যতা ও অগ্রাধিকার দেওয়া হয়। আগামী দিনে আমাদের স্কুলের উদ্যোগে আরো দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে যাতে আমাদের পরের প্রজন্মের ছেলেমেয়েরা দাবা খেলায় পারদর্শী হয়ে রাজ্য তথা দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে।”
অন্যদিকে খান্দারা কমিউনিটি হলে হলে পশ্চিম বর্ধমান চেস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভাবনা মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। শিল্পাঞ্চলের বিশিষ্ট দাবা খেলোয়াড় তপন দাশগুপ্তের সহধর্মিনী ভাবনা দাশগুপ্তের মৃত্যু দিন ও আন্তর্জাতিক দাবা দিবস একই দিনে হওয়ার ফলে ভাবনা দাশগুপ্তের সবথেকে প্রিয় ভালোবাসার খেলা দাবাকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো। এই ভাবনা মেমোরিয়াল চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ কলকাতা থেকে প্রায় ৮০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন। মূলত বয়সের সীমানা বেধে চারটি গ্রুপে দাবা প্রতিযোগীদের ভাগ করে এই চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ করে দেওয়া হয়। ২০শে জুলাই ও ২১ শে জুলাই দুদিনে মোট ১০ টি রাউন্ডে এই খেলার চূড়ান্ত ফলাফল জানানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এই প্রতিযোগিতা সম্বন্ধে বিশিষ্ট দাবা খেলোয়াড় ও আরবিটার তপন দাশগুপ্ত জানান, “আমার স্ত্রী ভাবনা দাশগুপ্ত দু’বছর হল পরলোকের গমন করেছেন। আমার স্ত্রী ছোট থেকেই খুব ভালো খেলোয়াড় ছিলেন দাবার। তার ধ্যান-জ্ঞান ছিল দাবা খেলা। তাই তার মৃত্যু দিনে তাকে শ্রদ্ধাঞ্জলি ও আন্তর্জাতিক চেস দিবস একই দিনে হওয়ায় আজকে তার নামে আমরা একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করে থাকি প্রতিবছরই। আশেপাশের জেলা তথা অন্যান্য রাজ্য থেকেও বিভিন্ন বয়সের দাবা খেলোয়াররা এই খেলায় অংশগ্রহণ করেন। আগামী দিনে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে আন্তর্জাতিক মানের দাবা খেলোয়াড় তৈরি করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের অভিভাবকদের মধ্যেও নিজেদের সন্তানকে দাবা খেলোয়াড় তৈরি করার এক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ইদানিংকালে। হয়তো মাঠ মুখি হওয়ার সময় না থাকায় ও পড়াশোনার চাপের ফলে খুদে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা দাবা খেলাকেই তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন শিল্পাঞ্চলে। আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে যেভাবে বিভিন্ন জায়গায় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তা দেখে সহজেই বোঝা যায় আগামী দিনে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে দাবা খেলার প্রবণতা আরো বাড়তে চলেছে।”