সংবাদদাতা,আসানসোলঃ– রাজ্যে আলু সহ সবজির ঊর্দ্ধমুখী দামে সকলের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যে আলুর চাহিদা না মেটা পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানী করা যাবে না জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিল কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। শনিবার পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড অভিমুখে একাধিক আলু বোঝাই ট্রাক আটকায় পুলিশ। আলু বোঝাই ট্রাক গুলো আটকে ডুবুরডিহি চেকপোস্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়।