মনোজ সিংহ, দুর্গাপুর :- রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে দক্ষিণবঙ্গের ৫টি জেলা ও প্রায় ১২০ টির বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা নির্মিত হস্তশিল্পের সম্ভার নিয়ে শুরু হতে চলেছে ‘সৃষ্টিশ্রী’ মেলা। উক্ত ওই সৃষ্টিশ্রী মেলার নাম বহন করে আমন্ত্রণের বার্তা নিয়ে আজ (১৪/০১/২০২৪) সকাল দশটায়(১০) শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে ছটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরবার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
দুর্গাপুরের ইতিহাসে প্রথমবার দক্ষিণবঙ্গের ৫টি জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে সবথেকে উৎকৃষ্ট মানের হস্তশিল্প সামগ্রী যেসব শিল্পীরা বানিয়েছেন নিজের হাতে তারাই উপস্থিত থাকবেন এই সৃষ্টিশ্রী মেলায়। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলাতে যে সকল হস্তশিল্প ও সামগ্রী প্রশংসিত হয়েছে সেই সব সামগ্রীর এক বিশাল সম্ভার নিয়ে শুরু হবে এই সৃষ্টিশ্রী মেলা। এই সৃষ্টিশ্রী মেলাটিকে শিল্পাঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক অভিনব কায়দায় প্রচারের আয়োজন করা হয়েছে। দুর্গাপুর ইস্পাত নগরীর ছটি জায়গা থেকে আজকে ১৪/০১/২০২৪ সকাল দশটার (১০) সময় প্রভাতফেরি বেরোবে সৃষ্টিশ্রী মেলায় সকলকে আমন্ত্রণ জানানোর জন্য।
শিল্পাঞ্চলের মানুষজন নিজের বাড়িতে ঘুম থেকে উঠেই সুশৃংখল, শান্তিপূর্ণ পরিবেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রভাতফেরি দেখে মুগ্ধ হবেন। শিল্পাঞ্চলের সমস্ত বাসিন্দাদের কাছে ‘চ্যানেল এই বাংলায়’ এর পক্ষ থেকে অনুরোধ করা হল স্বচক্ষে এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখুন এবং সৃষ্টিশ্রী মেলাতে এসে বাংলার গৌরবময় হস্তশিল্প ও শিল্পীদের সাথে মুখোমুখি কথা বলে তাদের সামগ্রী গুলি কিনুন। সমৃদ্ধ হোক বাংলার প্রতিটি হস্তশিল্পী মা-বোনের বাড়ির গৃহাঙ্গন।
আজকে ১৪/০১/২০২৪ সকাল দশটার (১০) সময় শিল্পাঞ্চলের যে ছটি জায়গা থেকে প্রভাতফেরি বেরোবে সৃষ্টিশ্রী মেলায় সকলকে আমন্ত্রণ জানানোর জন্য সেই ছটি রুট গুলিকে বিস্তারিতভাবে আপনাদের কাছে দিলাম। একটা কথা মনে রাখবেন প্রত্যেকটি জায়গা থেকেই একসাথে একই সময়ে এই প্রভাতফেরি অনুষ্ঠানটি চলবে একসাথে।
এক নম্বরঃ- প্রভাতফেরিটি শুরু হবে শিবাজী আমতলা থেকে আশীষ মার্কেট – অশোক এভিনিউ -সানডে ক্লাব – ডি সেক্টর হয়ে ডিএসপি মেন হসপিটালে শেষ হবে।
দ্বিতীয় নম্বরঃ- প্রভাতফেরিটি শুরু হবে ভারতী মোড় থেকে জয়দেব- বিদ্যাপতি- বকুলতলা হয়ে চন্ডীদাস রোটারীতে শেষ হ্যে।
তৃতীয় নম্বরঃ- প্রভাতফেরিটি শুরু হবে ভগৎ সিং মোড় থেকে রাজেন্দ্র প্রসাদ – চন্ডীদাস হয়ে নিউটন মার্কেট অবধি যাবে ।
চতুর্থ নম্বরঃ- প্রভাতফেরিটি শুরু হবে ভগৎ সিং মোড় থেকে কবিগুরু সেকেন্ড স্টপেজ হয়ে মওলানা আজাদ – চতুরঙ্গ ময়দান -বিগ-বাজার হয়ে দুর্গাপুর নগর নিগমের সামনে শেষ হবে।
পঞ্চম নম্বরঃ- প্রভাতফেরিটি শুরু হবে কনিষ্ক মোড় থেকে হর্ষবর্ধন – স্টিল মার্কেট পর্যন্ত।
ষষ্ঠ নম্বরঃ- প্রভাতফেরীটি শুরু হবে স্টিল মার্কেট থেকে আনন্দ গোপাল মুখোপাধ্যায় সরণি (নাচন রোড) হয়ে ভিরিঙ্গি মোড় পর্যন্ত ।