eaibanglai
Homeএই বাংলায়ঐতিহ্য হারাতে চলেছে রাঢ় বঙ্গের টুসু পরব

ঐতিহ্য হারাতে চলেছে রাঢ় বঙ্গের টুসু পরব

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ– আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই মকর সংক্রান্তিতে রাঢ় বঙ্গ সহ বাঁকুড়া জেলার একটা বড় অংশের মানুষ মেতে উঠবেন টুসু পরবে। তার আগে চলছে টুসু জাগরণের প্রস্তুতি। নিরবিচ্ছিন্ন একমাসের টুসু আরাধণা শেষে পৌষ সংক্রান্তিতে জাগরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা। তার আগে জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের হরিয়ালগাড়া গ্রামে গিয়ে দেখা গেল টুসু পরবের আনন্দে মশগুল আট থেকে আশি সকলেই। তবে এতো সবের মধ্যেও আধুনিক নগর সভ্যতার চাপে কমছে টুসুকে নিয়ে উন্মাদনা। মানছেন বর্তমান প্রজন্মের অনেকেই। কিন্তু তার মধ্যেও পৌষ পড়লেই বেলা মাল, সারদামনি বাউরীদের মতো কেউ কেউ ফিরে যান অতীতে। তাদের মতে, টুসু আমাদের ঘরের মেয়ে। এখনো নিজের মতো করে টুসু গান করি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments