eaibanglai
Homeএই বাংলায়আসানসোল কি অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে ?

আসানসোল কি অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে ?

সংবাদদাতা আসানসোল:- মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে জিটি রোডের পার্শ্ববর্তী একটি বেসরকারি হোটেলে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। জানা যায় গুলিবিদ্ধ যুবক রোহন প্রসাদ রাম (২১) কুলটির নিয়ামতপুরের বাসিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তার মৃত্যুর খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ‘মিম’ নেতা দানিশ আজিজের নেতৃত্বে এলাকাবাসী জিটি রোড অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। তাদের দাবি এই হোটেলে অনেক অবৈধ কাজকর্ম হয়। তাই হোটেলটিকে বন্ধ করে দিতে হবে।

খবর পেয়েই আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং হোটেলের ওই রুমটিকে সিল করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ থেকে সরে আসে। পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আছে। তবে খুন না কি আত্মহত্যা ? পুলিশ জানায় তারা ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের দাবি শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments