eaibanglai
Homeএই বাংলায়জলছত্রের মাধ্যমে অভিনব কায়দায় জনসংযোগ তৃণমূল কংগ্রেসের ইস্পাত নগরীতে

জলছত্রের মাধ্যমে অভিনব কায়দায় জনসংযোগ তৃণমূল কংগ্রেসের ইস্পাত নগরীতে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- লোকসভা নির্বাচন ২০২৪ শুরু হয়ে গিয়েছে গোটা দেশজুড়ে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। এখনো বাকি রয়েছে আরো ছটি দফায় নির্বাচন হতে। শাসক ও বিরোধী সব দলেরই কর্মকর্তারা এখন ব্যস্ত নির্বাচনের প্রচারে।

শিল্পাঞ্চল দুর্গাপুরের ইস্পাত নগরীতে এদিন ডেভিড মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের অস্থায়ী ক্যাম্পে অনুষ্ঠিত হলো এক অভিনব কায়দায় জনসংযোগ। এদিন সকাল থেকে দুর্গাপুর নগর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনি দাশগুপ্তর উদ্যোগে ঠান্ডা পানীয় সহ জলছত্রের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের সদস্য জহর ব্যানার্জি ও দীপঙ্কর লাহা সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন প্রায় হাজার খানেক পথ চলতি মানুষকে ঠান্ডা শরবত ও আখের রস খাইয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এই অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত ছিলেন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব ঘোষ মহাশয় সহ প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ। সকাল আটটা থেকে শুরু হয়ে এই অনুষ্ঠানটি চলে বিকেল পাঁচটা অবধি। ইস্পাত নগরীর মানুষ তৃণমূল কংগ্রেসের এ হেন জনসংযোগ এর অভিনব উপায় কে সাধুবাদ জানিয়েছেন।

দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর মনি দাশগুপ্ত জানান, “তীব্র গরমের পথ চলতি মানুষকে একটু স্বস্তি দিতে আমরা পথে নেমেছি। আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী মানুষকে ঠান্ডা পানীয় ও আখের রস খাইয়ে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা চালাচ্ছি মাত্র। এর সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। সারা বছরই আমরা মানুষের সুখে দুখে তাদের পাশে থাকি, তাই এই তীব্র গরমে মানুষকে একটু স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ।” এদিনের এই অনুষ্ঠানে পথ চলতি মানুষকে নিজের হাতে শরবত তুলে দেন মন্ত্রী প্রদীপ মজুমদার স্বয়ং। তৃণমূল কংগ্রেসের এ হেন অভিনব জনসংযোগের বার্তা কে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন স্তরের মানুষজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments