eaibanglai
Homeএই বাংলায়জামুডিয়ায় মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা

জামুডিয়ায় মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলের জামুডিয়া পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী মন্ত্রীময় ঘোষের মনোনয়নের কাগজপত্র কেড়ে নেওয়া ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতা মন্ত্রীময় ঘোষ অভিযোগ করেন তিনি পড়াশিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত সমিতির জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র দাখিল করে বিডিও অফিস থেকে বের হওয়ামাত্র তাকে তৃণমূলের লোকজন ঘিরে ধরে এবং তার উপর চড়াও হয়। তার হাতে থাকা মনোনয়নপত্র জমা দেওয়ার কাগজপত্র সব কেড়ে নেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি। এরপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এদিনের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে।

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই রাজ্য জুড়ে নানা অশান্তির খবর আসতে থাকে। বিষয়টির গুরুত্ব বুঝে সোমবার থেকে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারির নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন। এছাড়াও যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মনোনয়ন কেন্দ্রে পুলিশ বাহিনীও মোতায়েন করেছে প্রশাসন। তা সত্ত্বেও মনোনয়নকে ঘিরে অশান্তির ঘটনা ঘটে চলেছে। স্বভাবতই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments