সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– মাটি চুরির অভিযোগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড আসানসোলের জামুড়িয়া বিধানসভার পড়াশিয়া গ্রাম পঞ্চায়েতের কুলডাঙা গ্রামে। প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে গাছ ও মাটি চুরির অভিযোগ তুলে সরব হলেন আরেক তৃণমূল নেতা। প্রকাশ্যে গালিগালাজ ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।
যার বিরুদ্ধে চুরির অভিযোগ সেই প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ আবার স্থানীয় রেশন ডিলার ও ঠিকাদার ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ করেছেন উজ্জ্বল ঘোষ ও মানস ঘোষ। এই মানস ঘোষ আবার স্থানীয় পঞ্চায়েত প্রধান অনিতা ঘোষের স্বামী ও তৃণমূল নেতা।
মানস ঘোষের অভিযোগ, তাঁর জমি থেকে মাটি কেটে পাচার করেন কল্যাণ। এলাকার আরেক জমি মালিক উজ্জ্বল ঘোষের অভিযোগ, তাঁদের প্রায় তিন বিঘা জমির উপরে থাকা গাছপালা কেটে বিক্রি করেছেন কল্যাণ ঘোষ। এখন দশ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন। এদিন মাটি পাচারের খবর পেয়ে তাঁরা কল্যাণ ঘোষকে হাতেনাতে ধরে ফেলেন এবং পুলিশকে খবর দেন। পুরে পুলিশ গিয়ে একটি ট্রাক্টর আটক করে নিয়ে যায়।
অন্যদিকে কল্যাণ ঘোষ দাবি করেন গাছ চুরি ও মাটি চুরির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান তাঁর ট্রাক্টরটি ইট ভাটায় ভাড়া খাটানো হয়। চালক ট্রাক্টরটি রেখে খাবার খেতে গিয়েছিল, সেই সময় পুলিশ ওই ট্রাক্টরটি আটক করে নিয়ে যায়। এমনকি বিষয়টি নিয়ে খোঁজখবর করতে গেলে উজ্জ্বল ও মনস ঘোষ গালাগালি ও মারধর করেন বলেও অভিযোগ তাঁর।





