সংবাদদাতা,বাঁকুড়াঃ– আজ ২ নভেম্বর বুধবার, মহা সমারোহে শ্রী শ্রী সারদা মায়ের জন্মভিটে পুন্যভুমি জয়রামবাটিতে শুরু হয়েছে জগদ্ধাত্রী আরাধনা। এদিন ভোর ৫:৪০ থেকে মাতৃমন্দিরের নাট মন্দিরে মঙ্গলাচারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো। সকাল থেকেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে জয়রামবাটি মাতৃমন্দিরে অগনিত ভক্ত সমাগম ঘটে।
জানা যায় ১৮৭৭ সালের ১৪ নভেম্বর সারদা দেবীর মা শ্যামাসুন্দরী দেবীর হাত ধরে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কথিত আছে, তৎকালীন সময়ে জয়রামবাটি গ্রামে একটি মাত্র কালী পুজো হতো। আর সেই কালীপুজোতে সারদা দেবীর মা শ্যামাসুন্দরী দেবী নৈবেদ্য হিসেবে চাল দিতেন। কিন্তু একবার শ্যামাসুন্দরী দেবীর হাত থেকে সেই নৈবেদ্যের চাল নিতে অস্বীকার করে ছিলেন মা কালী। রাতে কাঁদতে কাঁদতে মা কালীর কাছে সারা বছর ধরে অল্প অল্প করে জমিয়ে রাখা চালের কী হবে জানতে চেয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন শ্যামাসুন্দরী। ভোরের দিকে তিনি দেখেন রক্তবর্ণা এক দেবী তাঁর সামনে বসে আছেন। সেই দেবী মা কালীর নামে রাখা চাল তিনি খাবেন বলে জানান। কিন্তু তিনি কে? এই প্রশ্নের উত্তরে দেবী বলেন, আমি জগদম্বা। জগদ্ধাত্রী রুপে আমার পূজা কর। তখন থেকেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরীর হাত ধরে জগদ্ধাত্রী পুজো শুরু। তারপর থেকেই প্রায় দেড়শ বছর ধরে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে।