eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে দেখা মিললো কুড়ি ফুটেরও বেশি লম্বা রক পাইথনের

দুর্গাপুরে দেখা মিললো কুড়ি ফুটেরও বেশি লম্বা রক পাইথনের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কুড়ি ফুটেরও বেশি লম্বা রক পাইথনের দেখা মিললো দুর্গাপুর শিল্পশহরের বিধাননগর এলাকায়। গতকাল রাতে একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা যাচ্ছে কুড়ি ফুটেরও বেশি লম্বা রক পাইথন রাস্তা পারাপার করছে। ভিডিওর সত্যতা যাছাই করা না হলেও দাবি করা হচ্ছে ওই ভিডিওটি বিধাননগরের হিন্দুস্থান ফার্টিলাইজার সার কারখানার কলোনি এলাকার। গতকাল রাতেই কলোনির মধ্যে রাস্তা পারাপারা করার সময় বিষয়টি নজরে আসে স্থানীয়দের এবং সেই মুহুর্তটি ক্যামেরা বন্দি করেন স্থানীয় কয়েকজন।

অন্যদিকে শহরের পশুপ্রেমীদের দাবি দুর্গাপুরের বন্ধ সার কারখানা ও তার পরিত্যক্ত কলোনি এলাকায় রক পাইথনের মতো সাপের বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে। সম্ভবত সেই কারণেই এই প্রকার প্রাণীদের ওই এলাকাটি বাসস্থান হিসেবে সুযোগ্য হয়ে উঠেছে। প্রসঙ্গত সার কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর কলোনির বেশীরভাগ বাসিন্দাই কোয়ার্টার ছেড়ে চলে যাওয়ায় কলোনির অধিকাংশ অংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যা রীতিমতো ধংসস্তূপে পরিণত হয়েছে। দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকা এমনিতেই বহু পুরনো জঙ্গল দিয়ে ঘেরা। ইস্পাত শিল্পকে কেন্দ্র করে এই শহর গড়ে ওঠার আগে এই শহরও ছিল শাল সেগুনের জঙ্গল। তাই শহর সংলগ্ন জঙ্গল এলাকায় এই ধরণের প্রাণীর বসবাস খুব একটা আশ্চর্যের বিষয় নয় । প্রসঙ্গত এর আগেও শহরের বিভিন্ন এলাকা থেকে ১২ ফুট থেকে ১৫ ফুটের বিশালাকার রক পাইথন উদ্ধার হয়েছে।

তবে ভাইরাল ভিডিওটিতে যে বিশালাকার সাপটি দেখা যাচ্ছে এত বড় সাপ শিল্পাঞ্চলে নজরে আসেনি ইদানিং। তাই বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বন্ধ সার কারখানার কলোনির বাসিন্দারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments