eaibanglai
Homeএই বাংলায়পরিবেশ সচেতনতায় জোনাকির পথসভা

পরিবেশ সচেতনতায় জোনাকির পথসভা

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ- একটি গাছ একটি প্রাণ-এই কথাটি আমরা ভুলে গেলেও ভুলে যান নি পূর্ব মেদিনীপুরের খেজুরীতে অবস্থিত জোনাকি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সারাবছর ধরে তারা মূলত শিক্ষা সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ ক্রীড়া ইত্যাদি বিভাগের সমাজ সেবা মূলক নানা কার্যক্রম করে থাকে। সম্প্রতি পরিবেশ সচেতনতায় জোনাকি এক নতুন পদক্ষেপ নিলো।

পরিবেশকে সুন্দর রাখতে সবাইকে একটু একটু করে এগিয়ে আসতে হবে |নিজেদের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি অন্যকেও পরিবেশ সংরক্ষণ, স্বচ্ছতার বার্তা দিতে হবে |সেই উদ্দেশ্য নিয়েই মানুষকে সচেতন করতে জোনাকির সদস্য ও সদস্যারা মিলে ১৯ মে খেজুরীর পশ্চিম ভাঙ্গনমারী থেকে কলমোর পর্যন্ত পথসভা করেন,এই পথসভার মূল উদ্দেশ্য ই ছিলো জনসাধারণকে পরিবেশ সংরক্ষণের বিষয়ে বোঝানো এবং পরিবেশের স্বচ্ছতার বিষয়ে বার্তা প্রদান করা এবং যেই বিষয়ে জোনাকি সংগঠন সফল বলা চলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments