eaibanglai
Homeএই বাংলায়বাগনানে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

বাগনানে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

সুজয় কর, হাওড়াঃ- একগুচ্ছ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত ৫ ই জুন রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাওড়ার বাগনানে পশ্চিমবঙ্গ ‘প্রকৃতি পরিষদ’ -এর উদ্যোগে পালিত হয় বিশ্ব ‘পরিবেশ দিবস’। বিশিষ্ট চিত্রশিল্পী সৈকত খাঁড়ার প্রতিষ্ঠান ‘শিল্পাঙ্কন’এর ছাত্রছাত্রীরা পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের জন্য নিজেদের হাতে পোস্টার তৈরি করে। পরে সেই পোস্টার হাতে নিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সংস্থার পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়।

এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে পথচলতি মানুষদের পরিবেশ সম্পর্কে সচেতন করে এবং বৃক্ষরোপণের গুরুত্ব বুঝিয়ে পদযাত্রা সংস্থার প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে সবার হাতে একটি চারাগাছ তুলে দেওয়া হয় ও ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়া উদ্ধার হওয়া তিনটি তিলা কাছিমকে জলাশয়ে মুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস বসু, বিশিষ্ট সমাজসেবী পশ্চিমবঙ্গ ‘প্রকৃতি পরিষদ’ – এর সম্পাদক চন্দ্রনাথ বসু, বিশিষ্ট পরিবেশ কর্মী তথা পঞ্চায়েত সদস্যা ঝিন্দন প্রধান ও নির্মাল্য চক্রবর্তী, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ইমন ধাড়া প্রমুখ।

চন্দ্রনাথ বাবু বলেন – যেভাবে দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে তাতে তার হাত থেকে বাঁচার একমাত্র উপায় বৃক্ষরোপণ। মাথায় রাখতে হবে গাছ আমাদের বন্ধু। সামাজিক অনুষ্ঠানে গাছ উপহার দিন। তার আবেদন – গাছ লাগান ও সংরক্ষণ করুন এবং পৃথিবীকে বাঁচান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments