eaibanglai
Homeএই বাংলায়দীর্ঘ সময় ধরে চলা লোডশেডিংয়ে ব্যাহত জনজীবন, প্রতিবাদ

দীর্ঘ সময় ধরে চলা লোডশেডিংয়ে ব্যাহত জনজীবন, প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- টানা দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাপন। প্রতিবাদে সোমবার বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাল কাঁকসার বাসুদেবপুর, বিনোদপুর, শশীপুর সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় কয়েকশো মানুষ। অভিযোগ কখনও ১৬ ঘণ্টা আবার খনও ১২ -১৪ ঘণ্টা টানা বিদ্যুৎ থাকছে না। ফলে এই প্রচণ্ড গরমে একদিকে যেমন শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে অন্যদিকে তেমন জলের সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি সমস্যা দেখা দিচ্ছে চাষবাসের সেচের কাজেও। প্রতিবাদে এদিন কাঁকসার গোপালপুরে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে ঢুকে পড়ে কর্তব্যরত আধিকারিককে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন চার পাঁচটি গ্রামের বাসিন্দারা। ফলে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে কর্তব্যরত আধিকারিক ও কর্মীরা দ্রুত সমস্যা সমাধানের অশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে আগামীদিনে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments